Header Ads

মিসাইল হামলায় ৮০ জন ‘মাৰ্কিন জঙ্গি’র মৃত্যু হয়েছে, দাবি ইরানের

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
ইরাকে মাৰ্কিন সেনা ঘাঁটিতে মিসাইল হামলায় ৯০ জন মাৰ্কিন সন্ত্ৰাসবাদী হত হয়েছে, এই দাবি করল ইরানের জাতীয় টেলিভিশন। কুদস বাহিনীর সেনাপ্ৰধান কাশেম সোলেইমানির হত্যার প্ৰতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। মঙ্গলবার মাঝরাতে ওই মিসাইল হামলায় শুধু ৮০ জনেরই মৃত্যু নয়, মাৰ্কিন সেনাবাহিনীর হেলিকপ্টার ও অন্যান্য সরঞ্জামেরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। তেহরানের তরফে বলা হয়েছে, ১০০টি জায়গা টাৰ্গেট করেছিল তারা। এক ডজনেরও বেশই ব্যালেস্টিক মিসাইল আছড়ে পড়েছে ইরাকে অবস্থিত মাৰ্কিন সেনা ছাউনিতে। 
 ছবি,সৌঃ আন্তৰ্জাল

ইরানের কুদস বাহিনীর সেনাপ্ৰধান সুলেমাইনির মৃত্যুর পর আয়াতুল্লাহ আলি খোমেইনি হুঁশিয়ারি দিয়েছিলেন- এর বদলা নেওয়া হবে।সেই কাজই করা হচ্ছে বলে অনেকের ধারণা।
তবে এই হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট হয়নি। মাৰ্কিন প্ৰসিডেন্ট বলেছেন ‘অল ইজ ওয়েল।’ এই হামলার পর ইরআকে থাকা অন্য ক্যাম্পগুলির সেনাদের তৎপর থাকার নিৰ্দেশ দেওয়া হয়েছে।  
ইরান ও আমেরিকার টানাপোড়েনে উদ্বেগ সৃষ্টি হয়েছে ভারতেও। বিদেশ মন্ত্ৰক থেকে বলা হয়েছে- জরুরি কোনও কাজ না থাকলে ভারতীয়দের ইরাক সফর এড়িয়ে যাওয়াই শ্ৰেয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.