Header Ads

নেতাজি দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন, যুবপ্রজন্মকে তা স্বরণ করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল


                                                                                                                            ছবি : নকুল রায়, গুয়াহাটি

অমল গুপ্ত,  গুয়াহাটি : 23 জানুয়ারি দিনটি কেবল বছরে একবারই উদযাপিত হয়। সারা বছর 23 জানুয়ারি জন্ম গ্রহন করা ভারতের মহান সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু ঘুমিয়ে থাকেন, তাকে নিয়ে সবাই বিস্ময়করভাবে চুপ থাকেন। আজ বাঙলিদের বড় দুর্দিন, পাশে কেউ নেই, 124তম নেতাজির জন্ম দিবসে  আজ গুয়াহাটি, হোজাই, লামডিং, ধুবড়ি প্রভৃতি অঞ্চলে জন্ম দিবসটি উদযাপন করা হয়। লামডিং রেল শহরে নেতাজিপ্রেমী বিজন সিংহ মারা যাওয়ার পর নেতাজির জন্মদিবস জাকজমকভাবে পালন করা হয় না। আজ রেল শহরে অধ্যাপক জ্যোর্তিময় সেনগুপ্ত প্রধান বক্তা হিসেবে নেতাজির জীবনের বিভিন্ন দিক তুলে শ্রদ্ধা জ্ঞাপন করেন। গুয়াহাটি মহানগরের প্রধান অনুষ্ঠানটি ছিল পল্টনবাজার, নেপালি মন্দিরের নেতাজি চকে। এখানে নেতাজির নতুন ব্রোঞ্জের মূর্তি বসানো হয়। অসম সরকার 20 লক্ষ টাকা ব্যায় করেছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ  সনোয়াল আজ নেতাজির জন্ম দিনে নেতাজির দেশপ্রেম, অসীম ত্যাগের কথা স্বরণ করিয়ে দিয়ে বলেন, দেশের প্রতি ভালোবাসা না থাকলে দেশের উন্নয়ন সম্ভব নয়। নেতাজি দেশের জন্য সর্বস্ব ত্যাগ করেছিলেন। আজকের যুবপ্রজন্ম নেতাজির জীবনাদর্শ সম্পর্কে অধ্যয়ন করতে হবে, নেতাজির মতো দেশকে ভালোবাসতে হবে। মুখ্যমন্ত্রী বলেন,  জ্যোতিপ্রাসাদ আগরওয়ালা ভূপেন হাজরিকা রাজ্যকে সম্প্রীতির একসূত্রে বেঁধেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। নেতাজির নব নির্মিত প্রতিমূর্তিটিকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। আজকের অনুষ্ঠানে বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, গুয়াহাটি উন্নয়ন ও সমবায় মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ রমেন ডেকা, সাংসদ কুইন ওঝা, অজয় দত্ত, রাজীব দাস,  শঙ্কর চক্রবর্তী, শান্তনু ভরালি প্রমুখরা উপস্থিত ছিলেন।
     এদিকে, অসম প্রদেশ কংগ্রসে কমিটিও নেজাতি জন্মজয়ন্তী পালন করেছে। অনুষ্ঠানে সাংসদ প্রদ্যুত বরদলৈ, সাধারণ সম্পাদক চিত্তপাল প্রমুখরা বক্তব্য রাখেন।

ফাস্ট নিউজ রিপোর্টের সৌজন্যে-
https://m.facebook.com/story.php?story_fbid=579985059398666&id=201174217279754



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.