Header Ads

বিসিসিআই -এর চুক্তি তালিকায় ২৭ ক্রিকেটারের মধ্যে নাম নেই মহেন্দ্র সিংহ ধোনীর, অবসর নিয়ে শুরু জল্পনা

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 16 জানুয়ারি  
বৃহস্পতিবার ২০১৯ সালের অক্টোবর মাস থেকে ২০২০ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ক্রিকেটারদের চুক্তি তালিকা প্রকাশ করল বিসিসিআই । এই তালিকায় নবদীপ সাইনি  , দীপক চাহার , শার্দুল ঠাকুর,  ময়ঙ্ক আগরওয়াল , হনুমা বিহারীদের মতো দলে নতুন আসা ক্রিকেটারদের নাম থাকলেও নাম নেই মহেন্দ্র সিংহ ধোনীর। গত চুক্তিতেও এ+ ক্যাটাগরিতে অর্থাৎ বিসিসিআই -এর সর্বোচ্চ ক্যাটাগরিতে ছিলেন মাহি।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
তালিকা প্রকাশের পর প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কী মাহির বিদায় আসন্ন?  প্রশ্ন উঠছে, যেখানে সদ্য আসা ক্রিকেটারদের নাম রয়েছে তালিকায়, সেখানে দেশকে দুটি বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়া অধিনায়কের নাম নেই কেন ? প্রশ্ন উঠছে, তবে কী এবছরের টি ২০ বিশ্বকাপেই দেশের জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনী ?

No comments

Powered by Blogger.