Header Ads

কবি প্রমোদ কুমার দত্ত-র বাঙলা কাব্যগ্রন্থ অনুভবের দিন রাত উন্মোচিত হলো



অমল গুপ্ত, গুয়াহাটি : অসমীয়া কবি প্রমোদ কুমার দত্ত শুধু কবি নন, একজন চিত্র শিল্পী, এমনকি একজন ঢোল বাদকও, তিনি তার প্রথম বাংলা কাব্য গ্রন্থ অনুভবের দিনরাতে এমন সব অজানা গ্রামীন শব্দ চয়ন করে তার অনুভবের বিস্তার ঘটিয়েছেন, জটিল সময়ে উপস্থাপনা করে অসমীয়া বাঙলিদের পারষ্পরিক সম্পর্কে ভালোবাসার নতুন মাত্রা সংযোজন করেছেন। আজ গুয়াহাটি প্রেস ক্লাবে অসম সরকারের তথ্য ও জনসংযোগ অফিসের পদস্থ আধিকারিক প্রমোদ কুমার দত্তের অনুভবের দিন রাত কাব্যগ্রন্থটির উন্মোচনকালে কবির পরিচয় দিতে গিয়ে বিশিষ্ট সাহিত্যিক উদয়ন বিশ্বাস এভাবেই কবির পরিচয় তুলে ধরেন। বিশিষ্ট কবি সমীর তাঁতী, কবি আনিস উজ জামান, অনুবাদক তিমির দে, শান্তনু রায় চৌধুরী, কবি দীপিকা বিশ্বাস, গ্রন্থটির প্রকাশক ভিকি পাবলিসার্সের পক্ষে পিন্টু গুপ্ত প্রমুখ গ্রন্থ উন্মোচনী সভায় উপস্থিত ছিলেন। কবি প্রমোদ কুমার দত্ত উপস্থিত থেকে অভ্যাগতদের স্বাগত জানান, তার কবিতা সম্পর্কে আলোকপাত করেন। আজ জানা গেল কবি অসাধারণ প্রতিভার অধিকারী, সুন্দর ছবি আঁকেন, ভালো ঢোলও বাজান,  বর্তমান জটিল সময়ের কবিতাও লেখেন। তার এক বাংলাকবিতার দুটি লাইন একটা দিনের সন্ধানে ঘুরে ফিরছি আমরা সবাই, পাওয়া না পাওয়া আর হারানো দিনের দিন লিপির মতো। জানিনা মানুষ কিসের নেশায় মাতাল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.