Header Ads

অসমীয়া ভাষা সংরক্ষণ এর দাবি জানিয়ে বদরুদ্দিন আজমল অসম সাহিত্য সভার সভাপতির দ্বারস্থ হলেন



অমল গুপ্ত, গুয়াহাটিঃ ব্রহ্ম পুত্র উপত্যকায় একটার পর একটা বাংলা ভাষার বিদ্যালয়   ,বাংলা ভাষা ছেড়ে অসমীয়া ভাষা গ্রহণ করছে। এই  সেই  দিন ঢেকিয়াজুলি এলাকার একটি বাংলা প্রাথমিক বিদ্যালয় অসমীয়া বিদ্যালয়ে পরি বর্তনের কথা জানা গেল। গুয়াহাটির বাংলা মাধ্যমের বিদ্যালয়গুলোর অবস্থা করুন, দুরবস্থার শেষ নেই। বাংলা ভাষার এই দুরবস্থার  মধ্যে বাংলাভাষী   ঘরানার এ আই ইউ  ডি এফ   প্রধান বদরুদ্দিন আজমল আজ অসম  সাহিত্য সভার সভাপতি  পরমা নন্দ  রাজ বংশীর সঙ্গে সাক্ষাৎ করে অসমীয়া ভাষা সংরক্ষণ  এর জন্যে  যাবতীয় ব্যাবস্থা গ্রহণের আর্জি জানান। তিনি বলেন, তিনি ১০০ শর্ত ইংশ  অসমীয়া,  অসমীয়া জাতির  স্বার্থে   অসমীয়া ভাষা সংরক্ষণে র প্রয়োজন আছে, এর জন্যে গবেষণা হলে তিনি আর্থিক  সাহার্য্যর আশ্বাস দেন।  তার মন্তব্য অসমীয়া ভাষা তার ভাষা  এই ভাষা সংরক্ষণের খুব  প্রয়োজন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.