Header Ads

আগামীকাল গুয়াহাটির খানাপারা পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলার মাঠে 71তম গণতন্ত্র দিবস উদযাপন



নকুল রায়, গুয়াহাটি : আগামীকাল 26 জানুয়ারি রবিবার গুয়াহাটির খানাপারা পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলার মাঠে 71তম গণতন্ত্র দিবস উদযাপন করা হবে গণতন্ত্র দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানের কার্যসূচি মতে ভোর 4.30 মিনিটে প্রভাত গীতাঞ্জলী সকাল 7 টায় সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে সকাল 7.30 মিনিটে সকল সরকারি, অর্ধ-সরকারি কার্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে 7.45 মিনিটে ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং 8.15 মিনিটে নিজ নিজ অনুষ্ঠান, শিক্ষানুষ্ঠান থেকে গুয়াহাটির খানাপারা পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে এসে উপস্থিত হওয়ার জন্য জানানো হয়েছে 8.15 মিনিটে নিমন্ত্রিত অতিথি ও জনসাধারণদের আগমণ সকাল 9 টায় অসমের রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখী গণতন্ত্র দিবস উপলক্ষ্যে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন তারপর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং অন্যান্য কার্যসূচিগুলি পালন করা হবে সকাল 10টায় গুয়াহাটির কেন্দ্রীয় কারাগারের বন্দীদের, মহেন্দ্রমোহন চৌধুরী হাসপাতাল, বি. বরুয়া কেন্সার হাসপাতাল, যক্ষা হাসপাতালের রোগীদের, জালুকবাড়ি নিরাশ্রয় গৃহ ও ফাটাশিল আমবাড়িতে থাকা অনাথ আশ্রমের শিশুদের এবং বশিষ্ঠের অন্ধ স্কুল সহ কাহিলীপাড়া মুখ-বধির বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ফলমূল প্রভৃতি বিতরণ করা হবে 6.30 মিনিটে সরকারি বাসভবন ও ব্যক্তিগত বাসস্থানগুলিতে প্রদীপ প্রজ্বলন করা হবে এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সকল জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.