Header Ads

বাঙালি শ্রমিক হত্যার মূল অভিযুক্ত হিজবুল জঙ্গি নাভিদ বাবুকে নিজের বাড়িতেই লুকিয়ে রেখেছিলেন পুলিশ অফিসার দাভিন্দর সিং


নয়া ঠাহর ওয়েব ডেস্ক --- 13 জানুয়ারি

রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া কাশ্মীর পুলিশের ডেপুটি সুপার দাভিন্দর সিংহ মোস্ট ওয়ান্টেড তিন হিজবুল জঙ্গিকে নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন । শ্রীনগর  - জন্মু জাতীয় সড়ক থেকে দাভিন্দর সহ তিন জঙ্গিকে আটক করেছিল পুলিশ ।



ছবি, সৌঃ আন্তৰ্জাল
জঙ্গিদের নিজের বাড়িতেই রেখেছিলেন দাভিন্দর । গ্রেফতারের পর দাভিন্দরের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি একে রাইফেল ও দুটি পিস্তল উদ্ধার করেছিল পুলিশ । তিন হিজবুল জঙ্গিকে দিল্লি পাঠানোর পরিকল্পনা ছিল দাভিন্দরের । দিল্লি পাঠানোর জন্য শনিবার সকালে প্রথমে জম্মুর উদ্দেশে রওনা হয়েছিল চারজন ।


আটক তিন জঙ্গিরা মধ্যে রয়েছে কুলগামে বাঙালি শ্রমিক হত্যার মূল অভিযুক্ত নাভিদ বাবু। অন্য দুই হিজবুল জঙ্গি ইরফান ও রফি । দাভিন্দরের কোয়ার্টার সেনা ক্যানটনমেনটের পাশে থাকা সত্বেও কেউ কিছু টের পায়নি। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান থেকে শুক্রবার এই জঙ্গিদের নিজের বাড়ি নিয়ে আসেন দাভিন্দর । শুক্রবার সারা রাত জঙ্গিরা সেখানেই ছিল ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.