Header Ads

এনডিএফবি জঙ্গিদের আত্মসমৰ্পণ, মায়ানমার থেকে আনা হয়েছে অসমে

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ জঙ্গি দমনে বড় সাফল্য কেন্দ্ৰের। শনিবার রাতভোরে মায়ানমারের একটি গোপন জায়গায় প্ৰচুর অস্ত্ৰশস্ত্ৰ সমেত আত্মসমৰ্পণ করে উত্তর-পূৰ্বাঞ্চলের দুৰ্ধৰ্ষ জঙ্গি সংগঠন এনডিএফবি-র বেশ কয়েকজন সদস্য। বি ফেরেঙ্গা, বি সারাইগা সমেত বেশ কয়েকজন গুরুত্বপূৰ্ণ জঙ্গি রয়েছে এই আত্মসমপৰ্ণকারী দলে। মনিপুর থেকে বিরাট সেনার কনভয়ে দুটি ভাগ করে তাঁদের নিয়ে আসা হয় অসমে। 

ছবি, সৌঃআন্তৰ্জাল
এরআগে রঞ্জন দৈমারির নেতৃত্বে এনডিএফবি-র বেশ কয়েকজন প্ৰথমসারির জঙ্গি আলোচনার রাস্তায় আসতে কেন্দ্ৰীয় বাহিনীর কাছে আত্মসমপৰ্ণ করেছিল। তারপরই ভাগ হয়ে যায় এনডিএফবি। যারা আত্মসমৰ্পণ করেনি তাদের নিয়ে এনডিএফবি (সংবিজিত) তৈরি করে নাশকতামূলক কাজ চালিয়ে যেতে থাকে ইমতি কাথার।

প্ৰসঙ্গত, ২০১৪ সালের ২৩ ডিসেম্বর অসমের কোকরাঝাড়, বাকসা, শোণিতপুর ও ওদালগুড়ি জেলায় নারকীয় হামলা চালায় ইমতি কাথারের নেতৃত্বাধীন এনডিএফবি। প্রায় শতাধিক আদিবাসী ও অন্যান্য মানুষকে নির্বিচারে গুলি করে মারে এনডিএফবি (এস) জঙ্গিরা। এরপর থেকেই অসম ও কেন্দ্রীয় সরকার এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে অভিযান তীব্র করে তোলে। গ্রেফতার করা হয় একের পর এক জঙ্গিকে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.