অমল গুপ্ত, গুয়াহাটি, 9 জানুয়ারি:হিন্দুস্থান পেপার করপোরেশনের অধীন কাছাড় এবং
জাগিরোড পেপারমিলের কর্মচারীরা তিন বছরের
বেশী সময় থেকে বেতন ভাতা থেকে বঞ্চিত হয়ে আছে। চরম দুর্দিন চলেছে,বিজেপি সরকার
হাজার বার আশ্বাস দেওয়ার পরও মিল দুটির দরজা বন্ধ,বেকার শ্রমিক দের
ছেলে মেয়েরা রাস্তায় নেমে ভিক্ষা করছে, এই চরম দুরবস্থায় অসম সরকার বেকার কর্মীদের পড়ুয়া ছাত্র ছাত্রী দের এককালিন
অনুদান দেবে। আজ অর্থ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই অনুদান ঘোষণা করেন। আজ জনতা
ভবনে এক সাংবাদিক সম্মেলনে শর্মা জানান, প্রথম থেকে দশম শ্রেণী পযন্ত পড়াশুনা করা ছাত্র ছাত্রীদেরএক কালীন 10 হাজার টাকা,একাদশ থেকে
উচ্চতর মাধ্যমিক পযন্ত25 হাজার টাকা,স্নাতক , পলিটেকনিক পযন্ত 50 হাজার, স্নাতকোত্তর,গবেষণার জন্যে 75 হাজার, মেডিকেল ইঞ্জিনিয়ার পড়ার ছাত্রদের 1 লাখ টাকা এককালিন আর্থিক অনুদান দেবে সরকার। 14 জানুয়ারি20 জানুয়ারি পযন্ত
আবেদন পত্র পাওয়া যাবে। অবসরকালীন
কর্মীদের সন্তানদের এই অনুদান দেওয়া হবে না। 14 ফেব্রুয়ারি থেকে20 ফেব্রুয়ারীর মধ্যে এই অনুদান ছাত্রছাত্রীদের
ব্যাংক একাউন্টে জমা দেওয়া হবে , অন লাইনে আবেদন
করতে হবে। বেকার কর্মীদের প্রায় 700ছাত্র ছাত্রী এই সুযোগ
পাবে বলে মন্ত্রী জানান। এছাড়া জাতীয়স্বাস্থ মিশনের বা এন এইচ এম এর প্রায় 50হাজার কর্মচারী
বছরে বছরে 5 লাখ টাকা
পযন্তচিকিৎসার সুবিধা পাবেন, প্রতিবন্ধী সরকারি কর্মচারীদের স্কুটার,
বা গাড়ি ও অন্যান্য কেনার
জন্যে 4 শর্তাইংশ হারে
ব্যাংক লোনের বিপরীতে সুদ পাবেন, 10 লাখ টাকা পযন্ত এই সুবিধা দেওয়া হবে। অর্থ মন্ত্রী যখন আজ কর্মচারীদের সুযোগ
সুবিধা ঘোষণা করেছেন, তখন আজই জাতীয়
নাগরিক পঞ্জির সমন্বয়ক হিতেশ দেব শর্মা 346 জননিম্ন বর্গের কর্মচারীকে ছাঁটাই করলেন। তা নিয়েতীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কোন মন্তব্য নেই