সোলেমানির শেষযাত্রায় কাঁদলেন ইরানের সেনাপ্রধান খোমেইনি, লাখো মানুষের ঢল তেহরানের রাস্তায়
নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 6 জানুয়ারি
সোমবার ইরানের তেহরানে স্থানীয় সময় সকাল সাড়ে ন'টায় শেষযাত্রা অনুষ্ঠিত হল গত সপ্তাহে বাগদাদে মার্কিন হামলায় নিহত ইরানের শীর্ষ কম্যান্ডার কাশেম সোলেমানির । তাঁকে শেষ বিদায় জানাতে লাখো মানুষের ঢল নামে তেহরানের রাস্তায় ।
ছবি, সৌঃ ইন্টারনেট
শেষযাত্রায় আমেরিকা বিরোধী স্লোগান ওঠে -- আমেরিকা ধ্বংস হোক , ইজরায়েল নিপাত যাক ইত্যাদি । ইরানি সংবাদমাধ্যমে সরাসরি প্রচারিত হয় শেষযাত্রা । সেখানে দেখা যায় নিহত সোলেমানি ও অন্য পাঁচ সেনা-শহিদের পতাকা মোড়া কফিনের সামনে কাঁদছেন ইরানি সেনাপ্রধান আয়াতুল্লা আলি খোমেইনি । তাঁকে সান্ত্বনা দিতে দেখা যায় নিহত সোলেমানির ছেলে ইসমাইল কানি ও প্রেসিডেন্ট হাসান রৌহানিকে।
প্রেসিডেন্ট রৌহানি শেষযাত্রায় অংশ নেওয়ার আগে ইরানের সরকারি টেলিভিশন চ্যানেলে বিবৃতি দিয়ে বলেন , আমরা চুক্তি অনুযায়ী পরমাণু প্রযুক্তি নিয়ে গবেষণায় নানা নিষেধাজ্ঞা মেনে চলতাম। কী পরিমাণ ইউরেনিয়াম দেশে রাখা যাবে, তার ওপরে ছিল কড়াকড়ি । কিন্তু ইরান আর কোন কড়াকড়ি মেনে চলতে বাধ্য নয় ।
সোলেমানির শেষযাত্রায় সকালের তীব্র শীতেও প্রচুর মহিলা কালো পোশাকে তেহরানের পথে নামেন। গলা তোলেন তাঁরাও ।
কোন মন্তব্য নেই