Header Ads

দিল্লিতে বিধানসভার ভোট ৮ফেব্রুয়ারি , ফলাফল ১১ ফেব্রুয়ারি

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 6 জানুয়ারি

দিল্লি বিধানসভার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। সোমবার মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছেন, দিল্লিতে  ৮ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ, গণনা হবে ১১ ফেব্রুয়ারি । এক দফায় ভোট হবে দিল্লিতে ।
ছবি, সৌঃ আন্তৰ্জাল

মোট ১ কোটি ৪৬ লক্ষ ভোটার রয়েছেন দিল্লিতে । ১৩ হাজার ৭৫০ -টি বুথে ভোটগ্রহণ  হবে । ২১ জানুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন । কেন্দ্রীয় বাহিনী থাকবে দিল্লির  ভোটে ।

গত বিধানসভার ভোটে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি দারুণ ফলাফল করেছিল । ৭০ -টি আসনের মধ্যে ৬৭ -টি আসন নিজেদের পকেটে পুরেছিল আম আদমি পার্টি। এবারের ভোটে আম আদমি পার্টির সঙ্গে জোরদার লড়াইয়ের সম্ভাবনা বিজেপির। গেরুয়া শিবির লোকসভা ভোটের পর হওয়া রাজ্যগুলির নির্বাচনে তেমন সুবিধা করতে পারেনি । ক্ষমতা খুঁয়েছে কয়েকটি রাজ্যে। কাজেই দিল্লির ভোটে গেরুয়া শিবির যে ঝাঁপাবেই তা নিশ্চিত ।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.