Header Ads

আন্ডারওয়াৰ্ল্ড ডন দাউদ ইব্ৰাহিম ও ছোটা রাজনের সঙ্গী গ্যাংস্টার ইজাজ লাকড়াওয়ালা মুম্বই পুলিশের জালে

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ মুম্বই পুলিশের হাতে গ্ৰেফতার হল আন্ডারওয়াৰ্ল্ড ডন দাউদ ইব্ৰাহিম ও ছোটা রাজনের সঙ্গী গ্যাংস্টার ইজাজ লাকড়াওয়ালা। মুম্বই পুলিশ গোপন সূত্ৰে খবর পেয়ে বুধবার রাতে পটনা যাওয়ার পথে তাঁকে গ্ৰেফতার করে। ইজাজের বিরুদ্ধে ইন্টারপোল নোটিশ জারি ছিল। অপহরণ, তোলাবাজি, খুনের চেষ্টা সমেত কমপক্ষে ২৫টি মামলায় অভিযুক্ত ইজাজ।

 ছবি, সৌঃ আন্তৰ্জাল
পুলিশ সূত্ৰের খবর, দীৰ্ঘদিন ধরে বিভিন্ দেশে ঘুরে বেড়ানোর পর অবশেষে ভারতে ইজাজের গতিবিধি নজরে আসে গোয়েন্দাদের। তৎপর হয়ে পড়ে মুম্বই পুলিশ। শুরু হয় তথ্য জোগাড়। নজর রাখা হয় ইজাজের গতিবিধির ওপর। গোয়েন্দারা আরও খবর পান- ইজাজের কন্যা সনিয়া ভুয়ো পরিচয়পত্ৰ দেখিয়ে পাসপোৰ্ট বানিয়ে কানাডায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। মুম্বই পুলিশ বিমানবন্দর থেকেই তাকে গ্ৰেফতার করে। আরও বেড়ে যায় পুলিশের তৎপরতা। জানা গেছে, ইজাজের কন্যাকে গ্ৰেফতারের পর তার কাছ থেকেও গুরুত্বপূৰ্ণ তথ্য মিলেছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.