নিৰ্ভয়া কাণ্ডে রায় সংশোধনের আৰ্জি, সুপ্ৰিম কোৰ্টে কিউরেটিভ পিটিশন দায়ের করল অভিযুক্ত বিনয় শৰ্মা
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ দুদিন আগেই নিৰ্ভয়া গণধৰ্ষণ ও খুনের মামলার ঘটনায় অভিযুক্ত চারজনকে ফাঁসির সাজা শুনিয়েছে দিল্লির পাতিয়ালা হাউস কোৰ্ট। এবার সেই রায় সংশোধনের আৰ্জি নিয়ে সুপ্ৰিম কোৰ্টের কিউরেটিভ পিটিশন দায়ের করল অভিযুক্ত বিনয় শৰ্মা। পাতিয়ালা হাউস কোৰ্টের দেওয়া ফাঁসির সাজা খারিজের আবেদন করেছে বিনয়।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট দু’দিন আগেই দোষীদের মৃত্যু পরোয়ানা জারি করেছে। ২২ জানুয়ারি তাদের ফাঁসি হওয়ার কথা। এই কিউরেটিভ পিটিশনের ফলে ফের এক দফা আইনি লড়াই শুরু হল।সুপ্রিম কোর্টের রায় কোনও পক্ষের পছন্দ না হলে তাঁরা প্রথমে রায় পুনর্বিবেচনার আর্জি জানাতে পারেন। এই মামলায় ইতিমধ্যেই সেই আর্জি খারিজ হয়েছে। যার পরের বিকল্প হিসেবে রায় সংশোধনের আবেদন জানিয়ে মামলা দায়ের করতে পারেন কেউ। আর ফাঁসির সাজাপ্রাপ্ত আসামী এর পরেও শেষ বা অন্তিম বিকল্প হিসেবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানাতে পারেন। সেই আর্জি খারিজ হলে তার পর আর ফাঁসি রদের কোনও সম্ভাবনা থাকে না।
২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে চলন্ত বাসে নিৰ্ভয়াকে গণধৰ্ষণ, অকথ্য নিৰ্যাতন করে তাঁর সঙ্গী সমেত রাস্তায় ছুড়ে ফেলে দেয় ৬ দুষ্কৃতী। ঘটনায় একজনের জুভেনাইল জাস্টিস বোৰ্ডে বিচার হয়েছে। তিন বছর জেল খেটে সে ছাড়াও পেয়ে যায়। অন্য একজন অভিযুক্ত বিচার চলাকালিনই জেলে আত্মহত্যা করে। বাকি চার দোষী মুকেশ সিংহ, পবন গুপ্ত, বিনয় শৰ্মা এবং অক্ষয় কুমার সিংহকে ফাঁসির সাজা দেয় নিম্ন আদালত। হাইকোৰ্ট এবং সুপ্ৰিম কোৰ্টও সেই সাজা বহাল রাখে। গত ৭ জানুয়ারি পাতিয়ালা কোৰ্টের রায় মতে ২২ জানুয়ারি সকাল ৭টায় এই চারজনের ফাঁসি হওয়ার কথা। পাতিয়ালা হাউস কোৰ্টের রায়ের পরেই ফের কিউরেটিভ পিটিশন দায়ের করল বিনয় শৰ্মা।









কোন মন্তব্য নেই