Header Ads

উত্তর-পূর্বের কবি বিশ্বজিৎ নন্দী ইন্দো-দুবাই ফ্রেন্ডশিপ পুরস্কারে ভূষিত




নয়া ঠাহর : সম্প্রতি দুবাই, ইউনাইটেড আরব এ্যামিরেটসের আল খোরি এগজিকিউটিভ হোটেলের কনফারেন্স হলে সমতা সাহিত্য আকাদেমির 13তম আন্তর্জাতিক সম্মলনে ইন্দো-দুবাই ফ্রেন্ডশিপ পুরস্কারে ভূষিত হলেন উত্তর-পূর্বের বিশিষ্ট কবি বিশ্বজিৎ নন্দী। তিনি বাংলা সাহিত্যকৃতির জন্য এই পুরস্কারে মনোনিত হন। দুবাই শহরের আল খোরি এগজিকিউটিভ হোটেলের কনফারেন্স হলে সমতা সাহিত্য আকাদেমির 13তম আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে এক মনোজ্ঞ অনুষ্ঠানে কবি বিশ্বজিৎ নন্দীর হাতে উত্তরীয়, স্মৃতি ফলক ও মানপত্র দিয়ে পুরস্কৃত করা হয়। উত্তরীয়, স্মৃতি ফলক ও মানপত্র তুলে দেন অনুষ্ঠানের মুখ্য অতিথি ডঃ রঞ্জন পিয়াসিরি দন্তানারায়ানা, কোর্ডিনেটর ডি.কে. ইন্টারন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন, শ্রীলঙ্কা। সম্মানীয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষীকান্ত খাব্যা, মুখ্য উপদেষ্টা এস.এস.এ দুবাই, ম্যাডাম হাজা মারিয়া হাজি মেহেতুসিন, ডিউটি অফিসার প্রাইম মিনিস্টার অফিস, ব্রেনুই এবং মিস্টার ওঙ্গ. মুন. কঙ্গ, প্রেসিডেন্ট সিঙ্গাপুর মাস্টার ট্রেক এন্ড ফিল্ড। অনুষ্ঠানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পুরস্কার প্রাপকরা এসেছিলেন।
স্বাগত ভাষণে সমতা সাহিত্য আকাদেমীর কেন্দ্রীয সভাপতি ডঃ দেনানন্দ টান্দেকর সমতা সাহিত্য আকাদেমীর কর্মকাণ্ড নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, এই আকাদেমি বেশ কয়েকটি বছর ধরে দেশ বিদেশের কবি, লেখক, সমাজসেবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক এবং গায়কদের সমাজে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করে আসছে। মুখ্য অতিথি ডঃ রঞ্জন পিয়াসিরি দন্তানারায়ানা বলেন, এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। এই সংস্থা সমাজের গুণীজনদের তাদের অবদানের জন্য পুরস্কৃত করছে সেটা সত্যি প্রশংসনীয় এবং অভিনন্দনযোগ্য।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.