Header Ads

কামরূপ জেলাতে ফিট্ ইণ্ডিয়া স্কুল সপ্তাহ শুরুয়া।ঠাহর প্রতিবেদন ,গুয়াহাটী, । কামরুপ মহানগর জেলার ১০টি নিৰ্বাচিত বিদ্যালয়ে বৃহস্পতিবার ২জানুয়ারী থেকে শুরু হয়েছে ফিট ইন্ডিয়া স্কুল সপ্তাহ।এটা চলবে  ৭ জানুয়ারী পর্যন্ত। যে সমস্ত বিদ্যালয়ে এই কার্যসূচী পালন করা হবে সেই   সমস্ত বিদ্যালয়গুলি হল – রাজধর বরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, শ্যামভূমি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ধারাপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বেতকুচি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ বেলতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, গোপাল বড়ো উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, উজান বজার চৰকাৰী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কামৰূপ একাডেমী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, সোণাপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আর চন্দ্ৰপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আগামী ১০ জানুযারী থেকে ২২ জানুযারী পর্যন্ত গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে চলেছে খেলো ইণ্ডিয়া ইয়ুথ গেম। এর সাথে সংগতি রেখে রাজ্য সরকারের নিৰ্দেশ অনুসরে কামরূপ মহানগর জেলা প্ৰশাসন এই কাৰ্যসূচী গ্ৰহণ করেছে। নিৰ্বাচিত বিদ্যালয় তথা শিক্ষানুষ্ঠান গুলি কিভাবে এই কাৰ্যসূচী পালন করবে সেই বিষয়ে কামরূপ মহানগর জেলার উপায়ুক্তর কাৰ্যালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিদ্যালয়ের অধ্যক্ষ ও অধ্যক্ষার উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়ে।যায়।সেই সভাতে ফিট্ ইণ্ডিয়া স্কুল সপ্তাহের প্ৰতিটা দিনের কাৰ্যসূচীর বিষয়ে বিস্তৃত ভাবে আলোচনা করা হয়। 

সভার সভাপতিত্ব করেন কামরুপ মহানগর জেলার জেলা উন্নয়ন আয়ুক্ত অতুল কুমার শৰ্মা।তিনি ফিট্ ইণ্ডিয়া স্কুল সপ্তাহ পালনের উদ্দেশ্য ও বিষয়ের ব্যাখ্যা করেন। জেলা উন্নয়ন আয়ুক্ত এই প্রসঙ্গে বলেন যে  ছাত্ৰ-ছাত্রীদের মাঝে খেলার প্ৰয়োজনীয়তা, সুস্থ জীবন প্ৰণালী তথা ব্যক্তিত্ব বিকাশের সম্পর্কে সজাগতা তথা সচেতনতা সৃষ্টির জন্যই সরকার এই কাৰ্যসূচী গ্ৰহণ করেছে। উল্লেখ্য যে, এই ফিট্ ইণ্ডিয়া স্কুল সপ্তাহের প্ৰতিটি দিনে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলির ছাত্ৰ-ছাত্ৰী দের মাঝে বিভিন্ন ক্ৰীড়া প্ৰতিযোগিতা,  ক্ৰীড়া তথা স্বাস্থ্য সম্পর্কিত আলোচনা চক্ৰ, যোগাসন-ব্যায়াম, রচনা প্ৰতিযোগিতা, পদযাত্ৰা, নাটক-,নৃত্য প্ৰতিযোগিতা ইত্যাদি অনুষ্ঠিত করা হবে। এ ছাড়াও, এই কাৰ্যসূচীর অংশ হিসবে আগামী ৫ জানুয়ারীতে গুয়াহাটী নেহরু ষ্টেডিয়াম থেকে এক সজাগতামূলক পদযাত্ৰা বের করার কথাও আজকের সভাতে সিদ্ধান্ত নেওয়া হয়। এই সভাতে কামরুপ মহানগর জেলার বিদ্যালয় সমূহের পরিদৰ্শক বুলি গগৈ ভূঞা, জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডা° গণেশ শইকীয়া, জিলা ক্ৰীড়া অধিকারী সাৰ্থে টেরঙএর সাথে জেলা প্ৰশাসনের অনেক উচ্চ বআধিকারীরা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.