Header Ads

নুতন রুটে চলছে অবাধে গরু পাচার


নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর: সীমান্তে কড়া পাহারা। তাই সুবিধা হচ্ছে না।ফলে রুট পাল্টেছে চোরাকারবারিরা। বদরপুরের উপর দিয়ে ত্রিপুরা হয়ে বাংলাদেশে চলছে গরু পাচার।
পাচারকারীদের কাছে অত্যন্ত লাভজনক একটি ব্যাবসা হল এই গরু পাচার। ভারতে যে গরুটি ১৫ হাজার টাকা , সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকা মাত্রই তার দাম বেড়ে হয় ৫০ হাজার ।আর তাই এভাবে উপযুক্ত নথি-পত্র ছাড়া অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে চলছে অহরহ গরু সরবরাহ।করিমগঞ্জ, পাথারকান্দির বিভিন্ন চোরাপথে ত্রিপুরা হয়ে গবাদি পশু পাচার সমানেই চলেছে।  চৌরঙ্গী, লস্কর বাজার আলগাপুর বাজার থেকে গরু কিনে  বদরপুর আদরকোনাকালিগঞ্জ  পুয়ামারা হয়ে ত্রিপুরা থেকে বাংলাদেশ পাঠানো হচ্ছে।প্রবেশ করে অবৈধ বোঝাই গরুর গাড়ি।  সিন্ডিকেটের বড় পান্ডারা গুয়াহাটি, করিমগঞ্জ, শিলচরে বসে স্থানীয় যুবকদের ব্যবহার করে গোটা বাণিজ্যটা চালাচ্ছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.