Header Ads

রাষ্ট্র সেবিকা সমিতির সপ্ত দিবসীয় প্রশিক্ষণ শিবির শুরু বিহাড়ায়



বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়াঃ সমাজের মহিলাদের সংঘটিত ও শসক্ত করার লক্ষে রাষ্ট্র সেবিকা সমিতি মহিলাদের নিয়ে বিভিন্ন সময়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে থাকে। এরই অঙ্গ হিসাবে বুধবার বিহাড়া সরস্বতী বিদ্যানিকেতনে এক সপ্তদিবসীয় প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল সংঘ ঘরানার মহিলা সংঘটন রাষ্ট্র সেবিকা সমিতি। বৃহষ্পতিবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শিবিরের শুভারম্ভ করেন স্থানীয়  অবসর প্রাপ্ত প্রধান শিক্ষিকা হাসি রাণী চক্রবর্তী। এদিন উদ্ভোধনী ভাষণ প্রদান করেন রাষ্ট্র সেবিকা সমিতির সহ প্রান্ত কার্যবাহিকা সিগ্ধা দাস। তিনি বলেন সভ্যতা সংস্কৃতি শিক্ষা সবকিছুতে ভারতবর্ষের গৌরবময় ইতিহাস রয়েছে। এসব বর্তমান প্রজন্মকে ভালো করে অধ্যায়ন করতে হবে। রাষ্ট্রোত্থানের জন্য পুরুষদের সাথে সাথে মহিলাদেরও এগিয়ে আসতে হবে। ইতিহাস সাক্ষী আছে যুগে যুগে আমাদের দেশ, সমাজ ও সংস্কৃতি রক্ষায় পুরুষের সাথে সাথে নারীরাও অনেক আত্মোবলিদান করেছেন। ভারতের হৃতগৌরব ফিরিয়ে আনতে সকলকে একজোট হয়ে দেশমাতার সেবায় কাজ করার অাহ্বান জানান তিনি। এদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর বিভাগ সঞ্চালিকা মীরা দাস, জেলা সম্পর্ক প্রমূখ মঞ্জু চক্রবর্তী, বিভাগ কার্যবাহিকা অজন্তা দেশমুখ্য, পশ্চিম কাছাড় জেলা কার্যবাহিকা সুপ্রিয়া দাস, জেলা প্রচারিকা জ্ঞান্তি কৈরী, ত্রিপুরা থেকে আগত বিস্তারিকা লতিকা দাস, পশ্চিম কাছাড় জেলা সম্পর্ক প্রমূখ শর্মিষ্ঠা দেব পুরকায়স্থ,মিলন সরকার, বর্গাধিকারী সাথি পাল সহ অন্যরা। এই শিবিরে পশ্চিম কাছাড় জেলার গুমড়া, বিহাড়া কাটিগড়া ও বড়খলা সহ কালাইনের বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা অংশ নেয়। শিবিরটি সুচারু রূপে চলতে সকলের সহযোগীতা কামনা করেন জেলা কার্যবাহিকা সুপ্রিয়া দাস।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.