Header Ads

গুয়াহাটির কমলকৃষ্ণ দাস কে ২০১৯ বর্ষের রাষ্ট্রীয় সাহসিকতার পুরস্কার প্রদান করা হবে



নয়া ঠাহর প্রতিবেদন । 
প্রত্যেক বছরই গণরাজ্য দিবসের সাথে সংগতি রেখে রাষ্ট্রীয় সাহসিকতার পুরস্কার প্রদান করা হয়।এবারও রাষ্ট্রীয় সাহসিকতার পুরস্কার ঘোষণা করা হয়েছে।এবার উত্তর গুয়াহাটির বাসিন্দা ধনঞ্জয় দাসের ও জিতুমনি দাসের ছেলে কমল কৃষ্ণ দাসকে রাষ্ট্রীয় সাহসিকতা পুরস্কার প্রদান করা হবে উল্লেখ্য যে ১১ বছরের কমল কৃষ্ণ দাস ২০১৮ সালে ব্রম্মপুত্রের বুকে সংঘটিত হওয়া ভয়ঙ্কর ফেরী দুর্ঘটনায় পতিত হওয়া নিজের মা ,পিসি আর অন্য একজন মহিলাকে মৃত্যুর হাথ থেকে রক্ষা করে সাহসিকতার পরিচয় দিয়েছিল। যার জন্য কেন্দ্রীয় শিশু কল্যাণ পরিষদ রাষ্ট্রীয় সাহসিকতার পুরস্কার  জন্য মঙ্গলবার কমল কৃষ্ণ দাসের নাম ঘোষণা করে ।উল্লেখ্য যে ২০১৯সালের রাষ্ট্রীয় সাহসিকতা পুরস্কারের জন্য দেশের ১২টি রাজ্যের মোট ২২জনকে বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে ১২ জন ছেলে আর ১০জন মেয়ে। এর ভিতরে একজনকে মরণোত্তর ভাবে এই পুরস্কার প্রদান করা হবে। ২০১৮ সালের ৫সেপ্টেম্বর দিনটিতেই সংঘটিত উক্ত ফেরী দুর্ঘটনাটিতে ডুবতে যাওয়া নিজের মা ,পিসি,ও অন্য এক মহিলাকে সাঁতার দিয়ে উদ্ধার করে। গুয়াহাটির সেন্ট এন্থনিজ স্কুলের ছাত্র কমল কৃষ্ণ দাস।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.