Header Ads

শিবসাগরের শিব দলে মুসলিম মহিলারা মোমবাতি জ্বালিয়ে সম্প্রীতি গড়লেন



নয়া ঠাহর প্রতিবেদনঃ অসমে হিন্দু মুসলিম সম্প্রীতির অন্যন্য উদাহরণ তুলে ধরলো, সিবসাগর জেলা। এই জেলাতে  পীর আজান ফকিরের সমাধি আছে, শান্তি  সম্প্রীতির হিন্দু মুসলিম  মিলন ভূমি তে আজ মুসলিম মহিলারা শিব দলের চত্ত্বরে মোমবাতি, প্রদীপ জ্বালিয়ে  সম্প্রীতির  সুন্দর নাজির গড়লেন, অপরদিকে সিবসাগর  মসজিদ  গিয়ে হিন্দুধর্মালম্বী মানুষ শান্তির জন্যে সমবেত  প্রার্থনা করলেন।  এন আর সি, কা  প্রভৃতির নামে দেশে হিন্দু মুসলিমদের মধ্যে নানা বিভাজনের সৃষ্টি হয়েছে। অসম ও তার ব্যতিক্রম নয়। এই  প্রেক্ষাপটে এই দুই জনগোষ্ঠীর  ফাটল দূর করতে ,  সাম্প্রদায়িক সম্প্রীতি  ফিরিয়ে আনতে  আহোম  রাজার আদি  ভূমি সিবসাগর জেলা যে পরিচয় তুলে  ধরে উজ্জ্বল নজির গড়লো, সারা দেশ  তা মনে রাখবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.