Header Ads

ধর্ষণ, যৌন নির্যাতনের মামলায় দ্রুত বিচার দিতে দেশে ১০২৩ টি ফাস্ট ট্র‍্যাক কোর্ট গঠন করছে কেন্দ্র


নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ 
ধর্ষণ, যৌন নির্যাতনের মামলায় দ্রুত বিচার দিতে দেশে ১০২৩ টি ফাস্ট ট্র‍্যাক কোর্ট গঠন করছে কেন্দ্র সরকার। তার মধ‍্যে গত দুই মাসে ২১৬ টি ওই ধরনের আদালত গঠন করা হয়েছে। বাকিগুলোর কাজ ও খুব শীঘ্রই শুরু হবে। শুক্রবার আইন মন্ত্রক থেকে একথা জানানো হয়েছে।
এক বিবৃতিতে জানানো হয়েছে, মহিলা ও শিশুদের ধর্ষণ ও গণধর্ষণের মতো ঘটনা যাতে না ঘটে তার জন‍্য নির্দিষ্ট সময়ের মধ‍্যে অপরাধীদের শাস্তি দিতে হবে। 

এখনও পর্যন্ত ২৪ টি রাজ‍্য ও কেন্দ্র শাসিত অঞ্চল এই ধরনের আদালত গঠনের জন‍্য সক্রিয় হয়েছে। সেগুলো হল অন্ধ্রপ্রদেশ, অসম, বিহার, ছত্তিশগড়, হরিয়ানা, তেলেঙ্গানা, গুজরাট, হিমাচলপ্রদেশ, ঝাড়খন্ড, কর্নাটক, কেরল, মধ‍্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, দিল্লি, নাগাল‍্যান্ড, ওরিশা, পঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, ত্রিপুরা, চন্ডিগড়, উত্তরাখন্ড ও উত্তরপ্রদেশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.