Header Ads

বুদ্ধিজীবীদের আক্রমণ করতে গিয়ে শালীনতা অতিক্রম করলেন সৌমিত্র, অর্জুন !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ

বুদ্ধিজীবীদের আক্রমণ করতে গিয়ে শালীনতা অতিক্রম করলেন বিজেপির দুই সাংসদ। রবিবার বসিরহাটের সভায় বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ও বারাকপুরের সভায় অর্জুন সিং বুদ্ধিজিবীদের শয়তান ও মমতার কুকুর বলে আক্রমণ করলেন । নাগরিকত্ব আইনের সমর্থনে এদিন বসিরহাটে একটি মিছিল করে সভা করে বিজেপি । সেখানে রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে হাজির ছিলেন সৌমিত্র । জয়প্রকাশ মজুমদার বসিরহাটে বিজেপির অভিনন্দন যাত্রায় বিদ্বজনদের নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করেন-- "বুদ্ধিজীবীরা উচ্ছিষ্টভোগী কিছু ভাত ছড়িয়ে দিলে কুড়িয়ে খায়। ওরা সমাজকে কলুষিত করছে ওদের কথা না বলাই ভালো।"
 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করেন তিনি । 

পাশাপাশি বুদ্ধিজীবীদের আক্রমণ করতে গিয়ে শালীনতা অতিক্রম করে সৌমিত্র খাঁ বলেন, যারা নিজেদের বুদ্ধিজীবী বলে রাস্তায় নামছেন তারা আদতে বুদ্ধিজীবী নন । তাদের বলি, আপনারা শয়তান, মমতার কুকুর । রাজ্য সরকারের কাছে থেকে নিয়মিত টাকা পান তাই নিজেদের স্বার্থের জন্য তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছেন ।"
এই সঙ্গে বিজেপির এই সাংসদ বলেন, যারা পার্ক স্ট্রিট, কামদুনি ও রাজ্যের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া গণধর্ষণ নিয়ে চুপ থাকেন তারা তৃণমূল কংগ্রেসের কুকুর ছাড়া আর কী?"
উল্লেখ্য কয়েকদিন আগে ' কাগজ আমরা দেখাব না ' বলে একটি ভিডিও সোশাল মিডিয়া তে ভাইরাল হয়েছে । সেখানে অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, গায়ক রূপম ইসলাম, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় সহ অন্যান্যদের দেখা গিয়েছে । তা নিয়েও কটাক্ষ করেছেন সৌমিত্র খাঁ। তিনি এই ' বুদ্ধিজীবী' দের ধান্দাবাজ বলে কটাক্ষ ও আক্রমণ করেন ।
সৌমিত্রর পাশাপাশি এদিন বুদ্ধিজীবীদের আক্রমণ করেন অর্জুন সিং। বারাকপুরের একটি সভায় তিনি বলেন, নাগরিকত্ব আইনের প্রতিবাদে যারা প্রতিদিন রাস্তায় নামছেন তারা আদতে বুদ্ধিজীবী
নন । এরা আগে বুদ্ধিজীবী ছিলেন, এখন তারা মমতাজীবী ।
এর আগে বিজেপি র রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ বুদ্ধিজীবীদের আক্রমণ ও কটাক্ষ করেছেন । তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে । এই দিন বিজেপির এই দুই সাংসদদের এই কথার জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা । জবাব দিয়েছেন কবি সুবোধ সরকারও। তারা বলেন, যারা ধর্মের নামে মানুষকে ভুল বোঝান, বিভাজনের ও হিংসার রাজনীতি করেন, যারা সভ্যতা ও বাংলার কৃষ্টি সংস্কৃতি জানেন না তাদের কাছে থেকে এই ধরনের কথার চেয়ে অন্য কিছু আশা করা যায় না ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.