Header Ads

১০ জানুয়ারি থেকে মুক্ত হবে রাজ্যের ৮টি টোল গেট



নয়া ঠাহর প্রতিবেদন।
নাগরিকত্ব (সংশোধন) আইন বিরোধী আন্দোলন চলে থাকার সময় অসম সরকার ১০ জানুয়ারি শুক্রবার থেকে ৮ টোল গেট পুনরায় মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। রহার সাথে   নাজিরঘাট, মদনপুর ,চালপাড়া ,পতগাঁও,মিকিরাতি,হারাজান, আর মান্দারদিশাতে খুলবে টোল গেট ।এর আগেও কয়েকবার রহার টোল গেট খোলার চেষ্টা করেছিল সরকার ।তবে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি সাথে আরো কয়েকটি সংগঠন বাধা দেওয়ার জন্যই রহার টোলগেট খোলা  সম্ভবপর হয়নি ।আগামীকাল ১০ জানুয়ারি শুক্রবার থেকে রাজ্য সরকার ৮টি টোল গেট খোলার সিদ্ধান্ত ঘোষণা করেছে  । উল্লেখ্য মুক্তি সংগ্রাম সমিতি ও অন্য কয়েকটি দল সংগঠন এর আগে রহার টোল গেট খোলা নিয়ে তীব্র প্রতিবাদ করেছিল। বর্তমানে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির উপদেষ্টা অখিল গগৈ কারাগারে বন্দি রয়েছে । উল্লেখ্য যে রাজ্যের ৮টি টোল গেট থেকে দৈনিক ৬০ লাখ টাকা সংগ্রহের লক্ষ্যে সরকারের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.