Header Ads

গৰ্ভপাতের সময়সীমা বাড়ছে আরও ৪ সপ্তাহ, গৰ্ভপাত আইন সংশোধনে সায় কেন্দ্ৰের

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ 

এবার গৰ্ভপাতের সময়সীমা ২০ সপ্তাহ থেকে বাড়িয়ে ২৪ সপ্তাহ করার অনুমোদন দিল কেন্দ্ৰ সরকার। বুধবার কেন্দ্ৰীয় মন্ত্ৰীসভার বৈঠকের শেষে কেন্দ্ৰীয় মন্ত্ৰী প্ৰকাশ জাভরেকর বলেন- বিলটি পাস হলে সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্ৰে মহিলাদের মতামত আরও গুরুত্ব পাবে। তিনি আরও বলেন- নিজেদের শরীরের ওপর মহিলাদের অধিকার দিতেই এই প্ৰগতিশীল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক সময় এমন হয় যে পাঁচ মাস পৰ্যন্ত কোনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেন না মহিলারা। তারপর যখন সিদ্ধান্ত নেন, তখন আদালতের চক্কর কাটতে হয়। নতুন আইন এলে তা আর করতে হবে না। 


ছবি, সৌঃ আন্তৰ্জাল
তবে গৰ্ভপাতের সময়সীমা ৪ সপ্তাহ বাড়ানো হলেও তার জন্য ২ জন চিকিৎসকের অনুমতি লাগবে। এর মধ্য একজনকে সরকারি চিকিৎসক হতে হবে। প্ৰয়োজনে মায়ের শারীরিক অবস্থা খতিয়ে দেখে মেডিক্যাল বোৰ্ডও গঠন করতে হবে।
প্ৰসঙ্গত, ১৯৭১ সালে মেডিক্যাল প্ৰেগন্যান্সি অ্যাক্ট পাস হয়। সেই আইনে সংশোধনী বিলটি পেশ করা হবে এই বাজেট অধিবেশনে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.