প্রজাতন্ত্র দিবস পালনে উৎকর্ষ এনজিও
নয়াঠাহর প্রতিবেদন, বিহাড়া : রবিবার যথাযোগ্য মর্যাদায় ৭১তম প্রজাতন্ত্র দিবস পালন করল বিহাড়ার সামাজিক ও সাংস্কৃতিক সংঘটন উৎকর্ষ এনজিও।এদিন সংস্থার পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন উৎকর্ষের সভাপতি তথা শিক্ষাবিদ নিরুপম নাথ, সম্পাদক বনমালী শুক্লবৈদ্য ও নিলাদ্রি রায়। প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে সারগর্ভ বক্তব্য রাখেন সংস্থার সভাপতি নিরুপম নাথ। সম্পাদক বনমালী শুক্লবৈদ্য গণতন্ত্রকে সুপ্রতিষ্টিত করার ক্ষেত্রে সামাজিক সংস্থা সংঘটনের ভূমিকার কথা তুলে ধরেণ। অনুষ্টানের পৌরোহিত্য করেন যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ পাল। অনুষ্টানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুজিত নাথ, বিষু কর, নিরাজ রায়, দীপ্ত চক্রবর্তী সহ অন্যরা।









কোন মন্তব্য নেই