Header Ads

বিহু পর্বেও কা-র প্রভাব, বিহু উপলক্ষ্যে রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা



নকুল রায়, গুয়াহাটি, 14 জানুয়ারি : নাগরিকত্ব সংশোধনী বিল বিরোধী আন্দোলন বিহুতেও প্রভাব বিস্তার করেছে নলবাড়ি জেলার বেলসর, শোণিতপুর জেলার বালিপাড়া প্রভৃতি জেলায় উরুকার প্রাক্কালে সাংস্কৃতি সন্ধার ব্যাপক আয়োজন করা হয়েছিল সেখানেও কা বিরোধী শ্লোগান উঠেছিল জাগিরোড পেপার মিলের তিন বছর ধরে বেতন না পাওয়া কর্মচারীরা আন্দোলনে সামিল হয়েছিল গুয়াহাটি সোসলে কৃষকমুক্তি সংগ্রাম সমিতি তাদের নেতা অখিল গগৈর নিঃশর্ত মুক্তির দাবি তোলে আসুর উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য আজ আবার বলেন, কা বাতিল না হওয়া পর্যন্ত তাদের নিরবচ্ছিন্ন হিংসামুক্ত আন্দোলন চলবেই আজ গোলাঘাটে অন্ধ্রপ্রদেশ থেকে আসা এক ট্রাক মাছ জ্বালিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে বিভিন্ন সামগ্রী অগ্নিমূল্যের পরেও বাজারে বাজারে ভিড় কেনাকাটায় এখনও কোনো ঘাটতি নেই রাজ্যপাল জগদীশ মুখী, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ভোগালী বিহু উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন অসমের একমাত্র বাংলা নিউজ পোটাল নয়া ঠাহর-এর পক্ষ থেকে ভোগালী বিহু, মকর সংক্রান্তি উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়ে সুখ ও সমৃদ্ধি কামনা করেছে আজ রাত পোহালেই মকর সংক্রান্তির পবিত্র স্নানপর্ব শুরু হবে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে আগামীকাল ভোরে লক্ষ লক্ষ পূণ্য স্থানে অংশগ্রহণ করবেন
    অসমে 28টি রাজ্যের খেলো ইন্ডিয়া ইউথ গেমস চলছে আজ কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী কিরেন রিজিজু এবং বলিউড অভিনেতা সুনীল সেট্টি অংশগ্রহণ করেন এক সাংস্কৃতিক মহোত্সবে অংশগ্রহণ করে রিজিজু বলেন, সর্বানন্দ সনোয়াল নেতৃত্বাধীন বিজেপি সরকার এত বড় খেলার আয়োজন করেছে যা অন্য কোনো রাজ্য পারবে না


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.