Header Ads

বদরপুরে বিহু প্রস্তুতি তুঙ্গে




নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : ভোগালি বিহুর প্রস্তুতি তুঙ্গে। ভেলা ঘরে চলছে তুলির শেষ টান। বদরপুরে বড়গুল অসমীয়া প্রধান গ্রাম। প্রায় হাজার পরিবার অসমীয়াভাষী  এখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন। মূলতঃ হাজারিকা, ফুকন আর চুতিয়া জনগোষ্ঠীর প্রাধান্য বেশি। গত প্রায় দশদিন ধরে চলছে ভেলাঘর তৈরির কাজ। পালা করে দশ বারো জন যুবক খুব যত্ন করে এই ঘর তৈরি খরছেন। কোনও ঘর নৌকার আদলে তো কোনটা রংঘরের আদলে। মূলতঃ খড় আর বাঁশ দিয়ে এই ঘর তৈরি হয়। মঙ্গলবার সারা রাত আগুন জ্বালিয়ে চলবে বিহু নাচ ও হুচরি গান। সঙ্গে খানা পিনা। ভোর হতেই ঘরে আগুন দেওয়া হবে। ঘর তৈরি নিয়ে বিভিন্ন  পাড়ায় চলে অলিখিত প্রতিযোগিতা। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যে ঘর তৈরির কোন বাজেট নেই। কোথাও থেকে এক পয়সাও চাঁদা নেওয়া হয়না। ফসল কাটার পর খড়ের অভাব নেই। এলাকাতে অঢেল বাঁশ পাওয়া যায়। আর গ্রামের ছেলেরা পালা করে শ্রমদান করে। আক্ষরিক অর্থেই এটি সামাজিক উৎসব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.