Header Ads

বিবেকানন্দের স্বপ্নই সাকার করছে একল অভিযানঃ সূর্য কুমার




 বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়া : স্বামী বিবেকানন্দের স্বপ্নই সাকার করে চলেছে একল অভিযান। সমাজের পিছপড়া গিরিবাসী, আদিবাসী অঞ্চলে যেখানে শিক্ষার আলো পৌছেনি সেখানে শিক্ষার আলো পৌছে দিচ্ছে একল বিদ্যালয়। মূর্খ ভারতবাসীকে আপন করে তাদের কাছে শিক্ষার আলো পৌছে দেওয়ার স্বপ্নই দেখেছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্ম জয়ন্তিকে কেন্দ্র করে রবিবার বিহাড়া হাতিমারা এল পি স্কুলে একল অভিযান বড়খলা সঞ্চ আয়োজিত যুবদিবস অনুষ্ঠানে উপস্থিত থেকে একথা গুলোই বলেন উধারবন্ধ ডি এন হাইয়ার সেকেণ্ডারী স্কুলের অবসর প্রাপ্ত অধ্যক্ষ তথা প্রধান অতিথি সূর্য কুমার শর্মা। তিনি বিবেকানন্দের জীবনের উপর আলোকপাত করেন ও একল অভিযানের বর্তমান স্বরূপ তুলে ধরেন। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি কুলমণি মিশ্র ও দিব্যজ্যোতি ঘোষ। এদিন বড়খলা বিহাড়া সহ বিভিন্ন স্থান থেকে আগত প্রায় তিনশতাধিক বিদ্যার্থী, আচার্য ও গ্রাম সমিতির সদস্যরা অংশ গ্রহন করেন। ছাত্র ছাত্রীরা দলীয় ভাবে ঝুমুর, ধামাইল, ডিমাসা নৃত্য, সাওতাল নৃত্য সহ দেশাত্মবোধক নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজেশ হাজাম, রাজু কুর্মী, মৌমিতা দাসগুপ্ত, সম্পাদক রণেন্দু শেখর দেব, বিরাজ দেব সহ অন্যরা। অনুষ্ঠানে অন্য অতিথিদের মধ্যে ছিলেন সংঘ কর্মী রাধাকান্ত শুক্লবৈদ্য, বিশ্ব হিন্দু পরিষদের প্রদীপ বৈষ্ণব ও বজরংদল কর্মকর্তা সৌমিত্র চক্রবর্তী। অনুষ্টানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন একল অভিযান বড়খলা সঞ্চের কোষাধ্যক্ষ মনোজিৎ গোস্বামী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.