Header Ads

37 বছর পর বরফের চাদরে ঢাকল নাগাল্যান্ডের গ্রাম লুভিশে


নয়া ঠাহর ওয়েব ডেস্ক, 3 জানুয়ারিঃ গোটা দেশের অনেক রাজ্যই শীতে জবুথবু । এর ব্যতিক্রম নাগাল্যান্ড নয় । উত্তর-পূর্বের নাগাল্যান্ডের জুনহিবোতো জেলার ছোট্ট গ্রাম লুভিশেতে বরফ পড়ল দীর্ঘ 37 বছর পর।
স্বভাবতই এই ঘটনায় গ্রামবাসীদের সঙ্গে উচ্ছসিত স্থানীয় বিধায়ক এইচ , খেহোভিও। তিনি টুইটারে শেয়ার করলেন লুভিশেতে বরফ পড়ার ভিডিও । তিনি টুইটারে ভিডিও শেয়ার করে লিখেছেন, ক্রিসমাসে প্রকৃতির  আশীর্বাদ ঝরে পড়ল নাগাল্যান্ডে।
2011 সালের জনগণনা অনুযায়ী লুভিশেতে বসবাস করেন 64-টি পরিবার ও গ্রামের মোট জনসংখ্যা 364 জন। এই ঘটনার ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.