Header Ads

দেশের রেল লাইনগুলোর ওপর অতিরিক্ত বোঝা কমাতে হবে, রেল ভাড়া বাড়িয়ে লাভ নেই


নয়া ঠাহর, গুয়াহাটি, 3 ডিসেম্বর : 2020 সাল এই দেশে রাজনৈতিক নেতাদের দাবি মেনে যাত্রীবাহী ট্রেনের সংখ্যা বাড়ে,  লাইন মেরামত হয় না, রেল ব্রিজে ঝুঁকি চলতেই থাকে, এক একটি লাইনে মাত্রাধিক, দশ-বিশ গুন যাত্রীবাহী ও মাল গাড়ি চলে হাজার ঝুঁকি নিয়ে,  কারো কোনো মাথাব্যথা নেই। দেশ বাসী দেখলো  পশ্চিমবঙ্গে দুষ্কৃতীরা কি ভাবে স্টেশন পড়ালো,  ট্রেন ধ্বংস করলো, কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি ধ্বংস করলো, তৃণমূল সরকার, পুলিশ শুধু দেখলো, পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী সব চুপ। কেন্দ্রীয় সরকার নিরাপত্তার দোহাই দিয়ে নতুন বছরে রেল ভাড়া বাড়ালো, তখন কিন্তু বুদ্ধিজীবীরা সরব। দূর পাল্লার ট্রেনে গড়ে কিলোমিটার পিছু 4  পয়সা করে ভাড়া বাড়ল। ট্রেনে যাত্রী নিরাপত্তা নেই,  তা নতুন কথা নয়, এবার রেল লাইনের ওপর অত্যাচার বন্ধ করে অতিরিক্ত গাড়ি চালানো বন্ধ করা হোক। রেল লাইন ব্রিজ সব মেরামত করা হোক। বে সরকারী করলে এই সমস্যা সমাধান হবে না। কোম্পানিগুলো রেলকে আরও দুর্বল করে মুনাফা লুটবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.