Header Ads

CAA আর NRC’র সমর্থনে অসমে ১৪ কিমি দীর্ঘ র‌্যালি !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ

নাগরিকত্ব সংশোধন আইন (CAA) আর প্রস্তাবিত নাগরিকপঞ্জি (NRC) নিয়ে চলা রাজনৈতিক তীব্র অস্থিরতার মধ্যে অসমে CAA  আর NRC’র সমর্থনে বিজেপি কর্মী, সমর্থকেরা একটি বিশাল র‌্যালি করেন। এরপর এই র‌্যালিতে বিজেপি নেতা এবং অসম সরকারের ক্যাবিনেট মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটি জনসভা করেন।

পাওয়া তথ্য অনুযায়ী, CAA আর এনআরসি’র সমর্থনে এই র‌্যালি অসমের জাগিরোডে করা হয়েছিল, এটা প্রায় ১৪ কিমি দীর্ঘ ছিল বলে জানা যায়। র‌্যালিতে এই বিশাল ভিড় দেখে বিরোধী আর CAA – NRC বিরোধীদের চিন্তা বেড়ে গেছে।
এই র‌্যালিতে ভাষণ দেওয়ার সময় বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বিগত চার বছরে অসম রাজ্য উন্নয়নের দিকে এগিয়ে চলার সংকল্প নিয়েছে, অসমের এই উন্নয়নে এবার কেউ আঘাত হানতে পারবেনা। আমরা আমদের সংস্কৃতি আর ঐতিহ্যের সংরক্ষণের জন্য প্রতিবদ্ধ। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, গোটা দেশে বিরোধীরা CAA নিয়ে গুজব ছড়াচ্ছে, আর আজকের এই র‌্যালি দেখে সেই সমস্ত গুজব সৃষ্টিকারীদের ঘাম ছুটে গেছে !

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.