Header Ads

ক্যাব বিরোধী আন্দোলনে রাজ্যের প্রচুর ক্ষতি


নকুল রায, গুয়াহাটি, 10 ডিসেম্বরঃ
 লোকসভায় গৃহীত হল ক্যাব, দীর্ঘসময় তর্ক-বিতর্কের পর মাঝরাতে গৃহীত হল ক্যাব ক্যাব বাতিলের দাবিতে গোটা রাজ্যে পরিস্থিতি ভয়ঙ্করভাবে উত্তাল হয়ে উঠেছে সকাল 5টা থেকে বিকেল 4টা পর্যন্ত গোটা মহানগর এক উত্তপ্ত পরিস্থিতির মধ্যে স্তব্ধ হয়ে পরে আসু-নেসো-র ক্যাব বাতিলের দাবিতে মহানগরের রাজপথেও টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করে প্রতিবাদকারীরা স্কুল-অফিস, ব্যাংক, কলেজ, হাট-বাজার-ঘাট সহ ফুটপাথ সম্পূর্ণ বন্ধ ছিল সূত্রে জানাগেছে, পাওযারহাউস, কাহিলিপাড়া অঞ্চলে মারপিটের কিছু ঘটনাও ঘটে জানাগেছে, মহানগরের পথগুলিতে ছাত্রসংগঠনের সদস্যরা বাইক আটকিয়ে বাইকের চাবি নিয়ে নিচ্ছে, চার চাকার গাড়ি দেখলেই ঢিল ছুড়ে মারছে সকাল থেকে মহানগরের বিভিন্ন অলি-গলিতে এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে মানুষ ঘর থেকে বেড়োনোর আগে তাকে অন্তত একবার ভাবতে হচ্ছে
জানা গেছে গতকাল রাত থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে গতকাল সোমবার রাত 12-30 সময় তিনসুকিয়া থেকে গুয়াহাটি অভিমুখী একটি ট্রাককে জ্বালিয়ে দেয় প্রতিবাদকারীরা জানা গেছে, গাড়ি ভাঙার অভিযোগে প্রতিবাদকারীদের একজন নেতাকে পুলিশ আটক করে নুনমাটিতেও প্রতিবাদকারীরা ভীষণ ক্ষতিসাধন করে উত্তর-পূর্ব অঞ্চলগুলিতে ক্যাবের প্রভাব পরেছে স্বায়ত্বশাসিত এলাকাগুলোতে ক্যাব প্রযোজ্য নয়
এদিকে, উজান অসম এলাকাগুলি পুরোপুরি বন্ধ ছিল জানা গেছে, নলবাড়িতে 31 নং সড়কে প্রতিবাদকারীরা গাড়ি ভাঙচুর করে প্রতিবাদ করে
আসু-নেসো প্রভৃতি ছাত্রসংগঠনগুলির আজকের এই বন্ধকে নৈতিক সমর্থন করেছে অসম সাহিত্যসভা, কৃষক মুক্তি সংগ্রাম সমিতি সহ অন্যান্য সংগঠনগুলিও

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.