Header Ads

ক্যাব বাতিলের দাবিতে কংগ্রেসের অনশন হাফলঙে

 বিপ্লব দেব, হাফলং-
  নাগরিকত্ব সংশোধনী বিল বিরোধিতায় অসম সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন দল সংগঠন আন্দোলনমুখী হয়ে উঠেছে। প্রতিদিনই ক্যাব বিরোধিতায় আন্দোলন অব্যাহত রয়েছে অসমে। এদিকে গত ৩০ ডিসেম্বর দিল্লিতে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ উত্তর পূর্বের বিভিন্ন দল সংগঠন ও ষষ্ট অনুসূচীর অন্তর্গত বিভিন্ন স্বশাসিত পরিষদের সিইএমদের সঙ্গে সভায় ঘোষণা করেন নাগরিকত্ব সংশোধনী বিল উত্তর পূর্বের ইনার লাইন পার্মিট থাকা রাজ্য ও ষষ্ট অনুসূচীর অন্তর্ভূক্ত এলাকা গুলিতে কার্যকর হবে না। 

গৃহমন্ত্রীর এমন ঘোষনার পরই ডিমা হাসাও জেলায় ক্যাব বিরোধিতায় আন্দোলন চালিয়ে যাওয়া দল সংগঠন গুলির আন্দোলন কিছুটা স্তিমিত হয়ে পড়লে ও ডিমা হাসাও জেলা কংগ্রেস এখনও ক্যাব বিরোধী আন্দোলনে অনড় রয়েছে। শনিবার হাফলং রাজীব ভবনের সামনে ডিমা হাসাও জেলা কংগ্রেসের নেতা কর্মীরা অনশনে বসে অসম সহ উত্তর পূর্বাঞ্চলে ক্যাব বাতিলের দাবি জানায়। শনিবার সকাল ১০ টা থেকে অনশনে বসে ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি নির্মল লাংথাসার নেতৃত্বে কংগ্রেস নেতা কর্মীরা। অনশন স্থলে বসে কংগ্রেস সভাপতি নির্মল লাংথাসা বলেন ষষ্ট অনুসূচির অন্তর্ভূক্ত অঞ্চল গুলিতে ক্যাব কার্যকর হবে না অমিত শাহ ঘোষনা করলে ক্যাব অসম সহ উত্তর পূর্বাঞ্চলের ভূমিপুত্রদের সব অধিকার কেড়ে নেবে বলে মন্তব্য করে কংগ্রেস সভাপতি বলেন অসমে এনআরসি হওয়ার পর কেন ক্যাব নিয়ে আসা হচ্ছে। তিনি প্রশ্ন তোলে বলেন ১৬০০ কোটি টাকা ব্যয় করে অসমে  এনআরসি করে এখন অসম চূক্তির ছয় নম্বর ধারা উলঙ্ঘন করে এক প্রকার জোর করে ক্যাব চাপিয়ে দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার ভূমিপুত্রদের অস্তিত্ব সংঙ্কটের মুখে ঠেলে দিতে চাইছে যা কংগ্রেস দল কোনও দিন মেনে নেবে না। ক্যাব বিরোধিতায় কংগ্রেস তাদের আন্দোলন চালিয়ে যাবে। নির্মল লাংথাসা বলেন ক্যাব বিরোধিতায় নেসো ১০ ডিসেম্বর যে উত্তর পূর্বাঞ্চল বনধের ডাক দিয়েছে কংগ্রেস দল এই বনধকে সমর্থন করবে তাছাড়া ক্যাব বাতিলের দাবিতে আগামী ১৩ ডিসেম্বর কংগ্রেস দল দিল্লির সংসদ ভবনের বাইরে প্রতিবাদ কার্যসূচি পালন করবে বলে জানান ডিমা হাসাও জেলা কংগ্রেস সভাপতি নির্মল লাংথাসা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.