Header Ads

ঝাড়খণ্ডের ভোটে গুলি পুলিশের, নিহত ১

 ছবি, সৌঃ আন্তর্জাল



নয়া ঠাহর ওয়েব ডেস্ক --- 7 ডিসেম্বর
শনিবার ঝাড়খণ্ডের সিসাই বিধানসভা কেন্দ্রের ভোটে দুই বিবাদমান গোষ্ঠীকে পিছু হটাতে গেলে উল্টে পুলিশকে আক্রমণ করে জনতা । আত্মরক্ষায় পুলিশ গুলি চালালে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন । নিহত ব্যক্তিকে গিলানি আনসারি ও আহতদের আশফাক আনসারি এবং খোফা আনসারি বলে শনাক্ত করা হয়েছে । অন্যান্য আহতদের মধ্যে রয়েছেন সিসাই থানার ওসি বিষ্ণুদেব চৌধুরী, কনেস্টবল অখিলেশ যাদব ও রাহুল এবং পুলিশের গাড়ির চালক সীতারাম সিং সহ এক সাংবাদিক ।



ঝাড়খণ্ডের প্রধান নির্বাচনী আধিকারিক বিনয় চৌবে জানিয়েছেন, গ্রামবাসীরা পুলিশের অস্ত্র কেড়ে নিতে চেষ্টা করছিল । উত্তেজিত জনতাকে সামলানোর জন্য পুলিশ গুলি চালাতে বাধ্য হয় । যে বুথে গন্ডগোল হয়েছিল, সেখানে ভোট বন্ধ আছে । ওই বুথে পড়ে ভোট হতে পারে ।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাসেরও আজ রয়েছে ভোট পরীক্ষা । রঘুবর দাস লড়ছেন পূর্ব জামশেদপুর কেন্দ্র থেকে । এখানে তাঁর লড়াই রাজ্য কংগ্রেসের মুখপাত্র গৌরব বল্লভ ও তাঁরই মন্ত্রীসভার প্রাক্তন সদস্য সরযূ রাইয়ের বিরুদ্ধে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.