Header Ads

গৌহাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের প্রতিবাদ,কালো বেচ পরে পরীক্ষা হলে প্রবেশ



দেবযানী,গুয়াহাটি।
গৌহাটি বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর পরীক্ষা শুরু হয়েছে সোমবার থেকে ।প্রথম দিনই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করতে কালো বেচ পরে পরীক্ষা হলে প্রবেশ করলো স্নাতকোত্তর ছাত্র ছাত্রীরা।অধ্যয়ন আর সংগ্রাম একসাথে চলাতে বদ্ধ পরিকর ছাত্র ছাত্রীরা।আশু আর রাজ্যের সচেতন মানুষের প্রতি লক্ষ্য রেখে এই অভিনব প্রতিবাদ। উল্লেখনীয় যে গত ১২ ডিসেম্বর থেকে শুরু হবার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষা কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল  সমস্ত পরীক্ষা সোমবার থেকে পুনরায় শুরু হয়েছে সমস্ত পরীক্ষা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.