কামরূপ মহানগর নির্বাচন ,জেলার ভোটার তালিকা প্রকাশ
নয়া ঠাহর প্রতিবেদন,গুয়াহাটি
ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনের উদ্দেশ্যে কামরূপ মহানগর নির্বাচন জেলার জেলা নির্বাচন অধিকারী তথা জেলা উপায়ুক্ত বিশ্বজিৎ পেগু সোমবার জেলার অন্তর্গত ৫১ নম্বর জালুকবাড়ি বিধানসভা সমষ্টি ৫২।নম্বর দিসপুর বিধানসভা সমষ্টি, ৫৩ নম্বর গুয়াহাটি পূর্ব বিধানসভা সমষ্টি এবং ৫৪ নম্বর গুয়াহাটি পশ্চিম বিধানসভা সমষ্টির ভোটার তালিকা তথা নির্বাচক নামের খসড়া প্রকাশের বিজ্ঞপ্তি জারি করেছে ।এই খসড়া ভোটার তালিকা কামরূপ মহানগর নির্বাচন জেলার জেলা নির্বাচন অধিকারীর কার্যালয় সংশ্লিষ্ট বিধানসভা সমষ্টির কয়টির নির্বাচক পঞ্জীয়ন অধিকারী তথা সার্কেল অফিস এবং সমষ্টি সমূহের সংশ্লিষ্ট ভোটগ্রহণ কেন্দ্রের কার্যালয় খোলা থাকার সময়ে লোকের দেখার জন্য খোলা রাখা হবে। ভোটার তালিকা তথা নির্বাচক নামের প্রস্তুতিকরনের তারিখ হচ্ছে ১-১ ২০। যদি কোন ব্যক্তির ভোটার তালিকার বা নামের অন্তর্ভুক্ত করার জন্য কোন আপত্তি থাকে বা তাতে কিছু বদলাতে বা শুদ্ধ করতে লাগে বা একটা সমষ্টির ভিতরের নাম স্থানান্তর করতে লাগে তাহলে নির্ধারিত ফর্ম নম্বর ৬,৬(ক),৭,৮ ও ৮(ক) পূরণ করে আগামী ২২/১/২০ তারিখের ভিতরে জমা দিতে লাগবে। দাবি আপত্তিসমূহ আবেদনকারী সংশ্লিষ্ট বিধানসভা সমষ্টি সমুহের নির্বাচক পঞ্জি য়ক অধিকারী বা সার্কেল অফিসার অথবা ভোট গ্রহণ কেন্দ্র সমূহে নিযুক্ত করা অধিকারীর কাছে নির্ধারিত তারিখের ভিতরে দাখিল করতে পারা যাবে ।এ ছাড়াও আবেদনকারী অনলাইন যোগে (www ,nvsp, in)তে দাবি-আপত্তি দাখিল করতে পারবে। আবেদনকারীর সংশ্লিষ্ট বিধানসভার সমষ্টির নির্বাচন পঞ্জীয়ন অধিকারীর ঠিকানাতে ডাকযোগে প্রেরণ করতে পারে আগামী ৩,২,২০ তারিখের ভিতরে দাবি-আপত্তি সমূহ নিষ্পত্তি করে আগামী ১৪-২-২০ তারিখে সংশ্লিষ্ট সমষ্টি কয়টি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে আজকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।









কোন মন্তব্য নেই