Header Ads

বলয়গ্রাস সূর্যগ্রহণ বৃহস্পতিবার ,মা কামাখ্যার দর্শন সূচিতে ব্যাপক পরিবর্তন



দেবযানী ,গুয়াহাটি।
বছর শেষ হতে হাতে মাত্র  কয়েকটা দিন গোটা বিশ্বের মানুষ এখন বড়দিন ও  নতুন বছরের উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত ।এর মধ্যেই বৃহস্পতিবার হবে বছরের শেষ সূর্যগ্রহণ এর সাক্ষী থাকবে ভারত সহিত এশিয়ার একাধিক দেশের মানুষ ।চলতি সপ্তাহের বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০১৯বছরের  শেষ সূর্যগ্রহনের সাক্ষী থাকবে ভারত সহিত অস্ট্রেলিয়া ,ফিলিপিনস ,সৌদি আরব ,সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে দেখা যাবে এই মহাজাগতিক ঘটনা।সকাল ৮বেজে ১৭মিনিটে শুরু হবে  সূর্য গ্রহণ ।শেষ হবে দুপুর ১টা বেজে ৩৫ মিনিটে।উল্লেখনীয় যে এই সূর্য গ্রহণ এই বছরের তৃতীয় ও শেষ সূর্য গ্রহণ ।কিন্তু বলয়গ্রাস সূর্যগ্রহণ এটাই প্রথম এর আগে এই বছরে দুইবার আংশিক সূর্যগ্রহণ হয়েছিল প্রথমটি ৬জানুয়ারী ও দ্বিতীয়টি ২ জুলাই। অবশ্যই দুইটি সূর্যগ্রহণ ভারত থেকে অদৃশ্য ছিল ।সূর্য গ্রহন উপলক্ষে নীলাচল পাহাড় স্থিত মা কামাখ্যার  মন্দিরের সময়সূচি পরিবর্তন করা হয়েছে এদিন কামাখ্যা ধামে দর্শনার্থীদের জন্য মন্দিরের কপাট ১২,৩০মিনিটতে  খোলা হবে এবং সূর্যাস্তের পরে মন্দিরের  কপাট বন্ধ করে দেওয়া হবে। ৫০০ টাকার বিশেষ টিকিট সীমিত রাখা হবে। ও প্রতিরক্ষা বাহিনীর বিশেষ ৫০ টাকার টিকিট বন্ধ রাখা হবে বলে দেবালয় থেকে  জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.