Header Ads

প্ৰয়াত অসমের বিশিষ্ট সাহিত্যিক, সাংস্কৃতিক কৰ্মী রত্ন ওজা

নয়া ঠাহর, গুয়াহাটিঃ  অসমের বিশিষ্ট সাহিত্যিক, সাংস্কৃতিক কৰ্মী রত্ন ওজা প্ৰয়াত। দীৰ্ঘদিন ধরে অসুস্থ থাকার পর মঙ্গলবার শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৮৮ বছর। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে গুয়াহাটির লতাশিল, চানমারিতে ‘কা’ বিরোধী আন্দোলনে ওজা যোগ দিয়েছিলেন। ১৯৭১ সালে থিয়েটারের সঙ্গে জড়িত হন তিনি। ২০০৫ সালে নটসূৰ্য পুরস্কার পান তিনি। ভূপেন হাজরিকা সম্মানও পেয়েছেন তিনি। নাট্য আন্দোলনের সঙ্গে ওতপ্ৰোতভাবে জড়িত ছিলেন তিনি। ১০০ টিরও বেশি নাটক পরিচালনা করেছেন তিনি। 
 
 ছবি, সৌঃ ইন্টারনেট
১৯৩১ সালের ৫ ডিসেম্বর অসমের বরপেটায় তাঁর জন্ম। কটন কলেজ থেকে স্নাতক করে পরবৰ্তীকালে অসমিয়া দৈনিক ‘শান্তিদূত’এ কৰ্মজীবন শুরু করেন তিনি। এছাড়াও বরপেটা সরকারী উচ্চ বিদ্যালয় এবং জুরোরাম বালিকা উচ্চ বিদ্যালয়েও কিছুদিন শিক্ষকতা করেছিলেন তিনি। সংবাদ মাধ্যমের সঙ্গেও তিনি জড়িত ছিলেন। তিনি একাধারে একজন অভিনেতা, গায়ক, নাট্যশিল্পী, নাট্যকার, গীতিকার, সংলাপ লেখক ছিলেন। তাঁর মৃত্যুতে রাজ্যের শিল্পী সমাজে শোকের ছায়া নেমে এসেছে।


No comments

Powered by Blogger.