একাধিকবার প্ৰটোকল ভেঙেছিলেন প্ৰিয়াঙ্কা, উত্তরপ্ৰদেশের ঘটনায় বিবৃতি সিআরপিএফ-এর
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ উত্তরপ্ৰদেশে পুলিশের বিরুদ্ধে ধাক্কা দেওয়ার অভিযোগ এনেছিলেন কংগ্ৰেস নেত্ৰী প্ৰিয়ঙ্কা বঢরা। কিন্তু প্ৰিয়ঙ্কার নিরাপত্তার দায়িত্বে ছিল সিআরপিএফ। তারা রিপোৰ্টের মতে লখনউ সফরের সময় একাধিকবার প্ৰটোকল ভেঙেছিলেন প্ৰিয়াঙ্কা। তাঁকে আটকে পুলিশ ঠিকই করেছে।
ছবি, সৌঃ ইন্টারনেট
এক প্ৰেস বিবৃতিতে সিআরপিএফ-এর তরফে বলা হয়েছে- প্ৰিয়ঙ্কার শুধুমাত্ৰ লখনউয়ে প্ৰদেশ কংগ্ৰেসের অফিসে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি যাচ্ছিলেন অন্যত্ৰ। শিডিউল ভাঙার জন্য তাঁকে আটক করেছে পুলিশ।









কোন মন্তব্য নেই