Header Ads

তিন সেনাবাহিনীতে বড় বদল কেন্দ্ৰের, ‘চিফ অব ডিফেন্স স্টাফ’ হলেন সেনাপ্ৰধান বিপিন রাওয়াত

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ দেশের তিন সেনাবাহিনীতে বড় বদল আনল কেন্দ্ৰ সরকার। এই প্ৰথম ‘চিফ অব ডিফেন্স স্টাফ’ হলেন সেনাপ্ৰধান বিপিন রাওয়াত। আগামিকাল ৬২ বছর বয়সী রাওয়াত অবসর নেবেন। তার একদিন আগে এই ঘোষণা করল কেন্দ্ৰ। কয়েকদিন আগে তিন সেনাবাহিনীতে যোগসূত্ৰ স্থাপন করতে ‘চিফ অব ডিফেন্স স্টাফ’ হিসেবে নতুন পদের ঘোষণা করেছিল কেন্দ্ৰ। ফলত রাওয়াত আরও তিন বছর এই পদে কাজ করার পর অবসর নেবেন। তিন বাহিনী স্থল, বায়ু এবং নৌসেনার মধ্যে সমন্বয় বজায় রেখে সরকারকে প্ৰতিরক্ষা সংক্ৰান্ত বিষয়ে সমস্ত পরামৰ্শ দেবেন তিনি। 
ছবি, সৌঃ আন্তৰ্জাল
কয়েকদিন আগে সেনাপ্ৰধান বিপিন রাওয়াত এনআরসি নিয়ে পরোক্ষভাবে একটি মন্তব্য করেছিলেন। তা নিয়ে গোটা দেশে বিতৰ্ক হয়। তিনি বলেছিলেন- যাঁরা জনতাকে আগুন লাগাতে বলেন, তাঁরা আর যাই হোক, নেতা নন। একজন সেনাপ্ৰধান হিসেবে  তিনি রাজনৈতিক কোনও বিষয় নিয়ে মন্তব্য করতে পারেন কিনা তা নিয়ে বিরোধীদের মধ্যে শুরু হয়েছে বিতৰ্ক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.