Header Ads

উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদে বাঙালি সদস্য হিসেবে মনোনীত লিটন চক্রবর্তী

 বিপ্লব দেব, হাফলংঃ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের গত নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে পার্বত্য পরিষদে ক্ষমতা দখলের প্রায় পাঁচ মাস পর অবশেষে বিজেপি শাসিত উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মনোনীত সদস্য হিসেবে নিযুক্তি পেলেন লিটন চক্রবর্তী ও ঈশ্বরী প্রসাদ যোইশী। অসমের রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখির অনুমোদন ক্রমে শনিবার রাজ্যের পার্বত্য এলাকা উন্নয়ন বিভাগ এক বিজ্ঞপ্তি জারি করে এনিয়ে। 

শনিবার অসমের রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি পার্বত্য পরিষদে বাঙালি ও নেপালি জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে লিটন চক্রবর্তী ও ঈশ্বরী প্রসাদ যোইশীকে বিজেপি শাসিত পরিষদের সদস্য হিসেবে নিযুক্তি দিয়েছেন। উল্লেখ্য উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবোলাল গার্লোসা এক মাস আগে রাজ্যপালের অনুমোদনের জন্য পরিষদের মনোনীত সদস্য হিসেবে লিটন চক্রবর্তী ও ঈশ্বরী প্রসাদ যোইশীর নাম রাজভবনে পাঠিয়েছিলেন অবশেষে রাজ্যপাল এতে অনুমোদন জানানোর পর রাজ্যের পার্বত্য এলাকা উন্নয়ন বিভাগ শনিবার রাতে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দজারি করে। এদিকে অসমের রাজ্যপাল লিটন চক্রবর্তী ও ঈশ্বরী প্রসাদ যোইশীকে পরিষদের সদস্য হিসেবে নিযুক্তি দেওয়ার পর উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদে এখন বিজেপির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮। দুই মনোনীত সদস্য নিয়ে মোট ৩০ সদস্য বিশিষ্ট উত্তর কাছাড় পার্বত্য পরিষদে বিজেপির সদস্য সংখ্যা হচ্ছে ২৮ এবং বিরোধী দল কংগ্রেসের সদস্য সংখ্যা হচ্ছে ২ জন। উত্তর কাছাড় পার্বত্য পরিষদের নির্বাচনে বিজেপি দল পরিষদের ২৮ টি আসনের মধ্যে ২২ টি আসনে জয়ী হওয়ার পাশাপাশি অগপ ১ টি আসনে জয়ী হয়েছিল কংগ্রেস ২ আসনে জয়ী হয়েছিল এবং নির্দল প্রার্থী ৩আসনে জয়ী হয়েছিল। নির্বাচনের পরই অগপ দলের জয়ী প্রার্থী ও নির্দল থেকে জয়ী ৩ প্রার্থী বিজেপি দলে যোগ দেওয়ায় পার্বত্য পরিষদে বিজেপির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৬-য়ে এবার অসমের রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি মনোনীত ২ সদস্য নিযুক্তি দেওয়ার পর পার্বত্য পরিষদে বিজেপি-র সদস্য সংখ্যা ২৮ জন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.