Header Ads

পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে অর্থমন্ত্রীর বয়ানের কড়া সমালোচনা বিরোধীদের

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 5 ডিসেম্বর গোটা দেশেই পেঁয়াজের মূল্যবৃদ্ধি ঘটেছে অস্বাভাবিক হারে । সরকারি তরফে পেঁয়াজের মূল্যবৃদ্ধির রাশ টানতে তেমন কোন পদক্ষেপ নজরে পড়েনি । ইউপিএ আমলে পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে একসময় বিরোধী বিজেপি বিক্ষোভ দেখিয়েছিল বলেও কটাক্ষ করছেন বিরোধীরা ।


বুধবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ পেঁয়াজের মূল্যবৃদ্ধি  নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন, তিনি নিজে পেঁয়াজ খান না । নির্মলার এই মন্তব্যের জেরে কংগ্রেস নেতা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম নির্মলাকে কটাক্ষ করে বলেন,  অর্থমন্ত্রী কি পেঁয়াজের বদলে অ্যাভোকাডো খেতে পছন্দ করেন ? নির্মলা সীতারমণ জানিয়েছিলেন, সরকার মিশর ও অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করবে । অর্থমন্ত্রীর পেঁয়াজ আমদানির  কথায় এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে প্রশ্ন তোলেন , দেশের মধ্যে পেঁয়াজের উৎপাদন কমে গেল কেন ? এনসিপি সাংসদ নির্মলাকে প্রশ্ন করেন , আপনি কি মিশরের পেঁয়াজ খান ?


অর্থমন্ত্রী এর জবাবে বলেন, তিনি বেশি পেঁয়াজ, রসুন খান না । তিনি যে পরিবার থেকে এসেছেন সেখানে বেশি পেঁয়াজ খাওয়ার রেওয়াজ নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.