নাগরিকত্ব সংশোধনী বিল ধৰ্মনিরপেক্ষ হতে পারে না, মন্তব্য বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শৰ্মার
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ নাগরিকত্ব সংশোধনী বিল ধৰ্মনিরপেক্ষ হতে পারে না, বুধবার এই বিলে কেন্দ্ৰে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীর নেতৃত্বাধীন মন্ত্ৰিসভা সম্মতি দেওয়ার পর এই মন্তব্য করেন অসমের প্ৰভাবশালি বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শৰ্মা। তাঁর মতে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে কেউই ধর্ম রক্ষার তাগিদে দেশ ছাড়েননি।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
একটি বেসরকারী সংবাদ মাধ্যমে তিনি বলেন- “যাঁরা পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশে ধর্মীয় ভাবে নির্যাতিত হচ্ছেন তাঁদের রক্ষা করার জন্যই এই বিল, এটি কী ভাবে ধর্মনিরপেক্ষ হবে? ভেবে দেখুন, কোনও আদালতে একজন ইসলাম ধর্মাবলম্বী কী ভাবে প্রমাণ করবেন যে ধর্মপালনে তাঁকে বাধা দেওয়া হচ্ছিল?” তিনি আরও বলেন, “কেউ একজন আমাকে বলুন… কোরান পড়ার জন্য কোনও একজন মানুষকে পাকিস্তানে নির্যাতনের মুখে পড়তে হয়… বা বাংলাদেশে? যদি তিনি প্রমাণ করতে পারেন যে ধর্মের জন্য তাঁকে নিপীড়িত হতে হয়েছিল, তখন এই বিষয়টি নিয়ে ভেবে দেখা যেতে পারে।”
প্ৰসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধাচারণ করেছে বিরোধী দলগুলো। কংগ্ৰেস নেতা শশী থারুর এই বিলকে ‘মৌলিকভাবে সংবিধান বিরোধী’বলে মন্তব্য করেছেন। জম্মু ও কাশ্মীরের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি টুইটে বলেছেন- ভারত কোনও মসলমানের দেশ নয়।
বুধবার দিল্লিতে কেন্দ্ৰীয় মোদীর নেতৃত্বাধীন মন্ত্ৰী সভায় উত্তর-পূৰ্ব ভারতের বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা বৈঠকের পর কেন্দ্ৰীয় মন্ত্ৰীসভায় এই বিলটি অনুমোদিত হয়। সোমবার এই বিলটি সংসদে পেশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
কোন মন্তব্য নেই