Header Ads

শিলচর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর উপর আক্রমণের তীব্র নিন্দা জানালো আকসা

     বিপ্লব দেব, হাফলং ৪ ডিসেম্বরঃ বুধবার শিলচর চিকউৎসা মহাবিদ্যালয়ের সামনে কতিপয় দুষ্কৃতীকারী কর্তৃক অসম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সোশিয়েল ওয়ার্ক বিভাগের তিন জন ছাত্রছাত্রীর উপর চালানো আক্রমণের তীব্র নিন্দা জানালো আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ ও সমীরন চৌধুরী। এক প্রেস বিজ্ঞপ্তি যোগে রূপম নন্দী পুরকায়স্থ বলেন আকসা সকল স্তরের ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য জোরালো দাবি জানিয়েছেন।
 সেই সঙ্গে ডিমা হাসাও জেলার প্রত্যেক ছাত্রছাত্রীদের নিজের ভাই বোন উল্লেখ করে সবসময় তাদের পাশে থাকার কথা উল্লেখ করে আকসা। প্রসঙ্গত মঙ্গলবারের ঘটনার পর অসম বিশ্ব বিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অরিত্র ধরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আন্দোলন গড়ে তোলে এবং ২৪ ঘন্টার মধ্যে প্রকৃত দোষীদের গ্রেফতার করার দাবি জানায়। বুধবার বিশ্ব বিদ্যালয়ের মূল গেটের সামনে অবরোধ গড়ে তোলে ছাত্রছাত্রীরা অবশেষে জেলাপ্রশাসনের সঙ্গে বিশ্ব বিদ্যালয়ের ছাত্র সংগঠনের আলোচনার পর ছাত্রছাত্রীরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেয় অন্যদিকে কাছাড় জেলার পুলিশসুপার মুগ্ধজ্যোতি মহন্ত জানিয়েছেন গতকালের ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। এবং এই ঘটনার সঙ্গে জড়িত অন্য দূষ্কৃতিকারীকে অবিলম্বে গ্রেফতার করতে সক্ষম হবে পুলিশ এবং গতকাল ঘটনার সময় উপস্থিত ট্রাফিক পুলিশকে ইতিমধ্যে চাকুরী থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশসুপার মুগ্ধজ্যোতি মহন্ত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.