যখন মুসলিমদের দুটো দেশ দেওয়া হয়েছিল তখন ধর্মনিরপেক্ষতা কোথায় ছিল?--তারেক ফাতাহ !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ
কানাডিয়ান লেখক ও সাংবাদিক তারেক ফাতাহ CAA নিয়ে বিবৃতি দিতে গিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। উনি বলেছেন, ধর্মের নামে যখন মুসলমানদের পুরো দুটি দেশ দেওয়া হয়েছিল তখন তথাকথিত ধর্মনিরপেক্ষতা কোথায় ছিল? এরপর ১৯৭১ সালে পাকিস্তানের বিভাজন হলে সেটাকেও একটা ইসলামিক দেশে পরিণত করল কেন ভারত? তারেক ফাতাহ ধর্ম নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন কেন সে সময় বাংলাদেশকে ভারতের সঙ্গে যুক্ত করানো হল না? তিনি বলেন বাংলাদেশ এক সময় বঙ্গেিই অংশ ছিল। সেহেতু এটাকে ভারতের সঙ্গে যুক্ত করার প্রয়োজন ছিল।
ভারতীয় সেনা প্রধান ১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন কররা পর বলেছিলেন বাংলাদেশকে ভারতের সাথে জুড়ে নিতে। কিন্তু ইন্দিরা গান্ধী সেটা করেননি।
তারেক ফাতাহ বলেছেন, পাকিস্তান ও বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘুরা কয়েক দশক ধরে ভয়াবহ নরক নির্যাতনের শিকার হয়েছে। এমন পরিস্থিতিতে যদি তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া হয়, তাতে দোষ কী? কিছু লোকের তাতে এই কারণেই কি যন্ত্রণা হচ্ছে--যারা ভারতকে ইসলামিক দেশ করার স্বপ্ন দেখতো তাদের স্বপ্নে জল ঢালা হচ্ছে বলে? মোদীর সিদ্ধান্ত ‘গজবা-এ-হিন্দ’-এর স্বপ্ন দেখা লোকেদের বড়ো ধাক্কা দিয়েছে। তারেক ফাতাহ বলেন ভারতের লোকজনের উচিত শস্তা পেঁয়াজ, সস্তা আলু না চেয়ে দেশের জন্য চিন্তা করা। কারণ দেশ না থাকলে কোনো কিছুই থাকবে না।
কিছু রাজনীতিক ও মুসলিম সমাজের একাংশ CAA এর বিরুদ্ধে রাস্তায় নেমেছে। দাবি করা হচ্ছে CAA এর আওতায় মুসলিমদেরও সামিল করা হোক। আসলে CAA এর আওতায় পাকিস্তান ও বাংলাদেশ থেকে আগত হিন্দু, বৌদ্ধ,জৈন, খ্রিস্টানদের নাগরিকত্ব দেওয়া হবে। তাই দাবি উঠছে পাকিস্তান ও বাংলাদেশ থেকে আগত মুসলিম ও রোহিঙ্গাদেরও নাগরিকত্ব দেওয়া হোক। এই দাবি নিয়ে হৈচৈ শুরু হয়েছে। দেশের নানা প্রান্তে তীব্র অশান্তির বাতবরণ তৈরি করা হচ্ছে।









কোন মন্তব্য নেই