Header Ads

লামডিং এর কবি প্রদীপ সেনগুপ্ত এ শনিবার চলে গেলেন
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ ক্লান্ত ঘাস এর প্রদীপ নিভে গেল। নিভে গেল এক মুঠো কবিতা। লামডিং কে ভালোবাসা র কবি প্রদীপ সেনগুপ্ত চলে গেলেন।নিজের থেকেও কবিতা কে ভালোবাসা মানুষ টিকে আর পাওয়া যাবে না। একমাত্র তিনিই লিখতে পারেন হৃদয়ের চেয়ে পৃথিবীটা বড় নয়। তিনিই লিখতে পারেন কেবলি লম্পট হওয়ার ভেতর কামান্ধ হাত ধর্ষিতা বন সুরভি আঁচল। চলে গেলেন সহযাত্রী’, যাকে বুকে ধরে সবুজ সোনালী স্বপ্ন দেখতেন নয়া ঠাহর এর বন্ধু, শুভার্থী, আপাদমস্তক কবি প্রদীপ সেন গুপ্ত। গতকাল দুপুরে চেন্নাই এর রেলওয়ে হাসপাতালে মারা যান, আজই চেন্নাই এ শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্য কালে পত্নী অঞ্জনা, মেয়ে মধুমিতা, মেয়ে মনোমিতা এবং দুই পুত্রকে রেখে যান। রেলওয়ে র অবসরপ্রাপ্ত কর্মী প্রদীপ বাবুর বয়স হয়েছিল ৬২ । অনেক কষ্ট করে তিনি সহযাত্রী নামে ক্ষুদ্র পত্রিকা টি চালাতেন। গত পুজো র সময় দিসপুর প্রেস ক্লাব নয়া ঠাহর এর পুজো সংখ্যা উন্মোচন অনুষ্ঠানে নয়া ঠাহর এর পক্ষ থেকে সম্পাদক অমল গুপ্ত প্রদীপ সেনগুপ্ত কে গামোছা পরিয়ে স্বাগত জানান। উপস্থিত প্রাক্তন সাংসদ তথা বিশিষ্ট কবি জয়শ্রী গোস্বামী মহন্ত ও তার কবিতা পড়ে মুগ্ধ হন। তার মৃত্যতে লামডিং রেল শহরে শোকের ছায়া নেমে আসে। লামডিং প্রেস ক্লাব এর পক্ষে স্বপন দাস শোক প্রকাশ করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.