Header Ads

অযোধ্যায় মসজিদ নিৰ্মাণের জন্য জমি চিহ্নিত করল যোগী আদিত্যনাথের সরকার

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
অযোধ্যায় মসজিদ নিৰ্মাণের জন্য ৫টি জমি চিহ্নিত করল যোগী প্ৰশাসন। এর মধ্যে থেকে একটি জমি বেছে নিতে হবে মুসলিম ওয়াকফ বোৰ্ডকে। 
 ছবি, সৌঃ ইন্টারনেট
গত ৮ নভেম্বর দীৰ্ঘ প্ৰতিক্ষিত অযোধ্যা মামলার রায়ে সুপ্ৰিম কোৰ্ট বিতৰ্কিত জমিতে মন্দির নিৰ্মাণের পক্ষেই রায় দিয়েছিল। সেই সময় শীৰ্ষ আদালত বলেছিল, ৩ মাসের মধ্যে উত্তরপ্ৰদেশ সরকারকে অযোধ্যাতেই পৃথক ৫ একর জায়গা দিতে হবে মসজিদ নিৰ্মাণের জন্য।  ২০১৯এর শেষ দিনেই মসজিদ নিৰ্মাণের জন্য জায়গা চিহ্নিত করে ফেলল যোগী আদিত্যনাথের সরকার।

No comments

Powered by Blogger.