Header Ads

অবৈধ বালি পাচারকারীদের বিরুদ্ধে বন বিভাগের সফল অভিযান


নকুল রায়, গুয়াহাটি, ৩১ ডিসেম্বরঃ বছরের শেষ দিনটিতেও অবৈধ বালি খনন রোধের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য সফলতা লাভ করতে সমর্থ হেয়েছে রাজ্যের বন বিভাগ। ইতিমধ্যে বন বিভাগ রাজ্যের ভিন্ন প্রান্তের পাঁচটি বৃহৎ অবৈধ বালি খননের কাজ উৎখাত করেছে। অভিযানকালে বেছিমারী অঞ্চলে একটি, বহুয়াতে দুটি ও বহতপুরের কুলসী নৈর পারের তিনটি অবৈধ বালি পাচারকারীদের করায়ত্ত করা হয়।
জানা গেছে, পশ্চিম কামরূপ সংমণ্ডলের প্রধান রঞ্জন গোস্বামীর নির্দেশে বন বিভাগের একটি বিশেষ দল স্থানীয় পুলিশের সাহায্যে অবৈধ বালি পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালায়। অভিযান চলাকালে সাতটি করে এক্সেভেটর জব্দ করা হয়। এদিকে, একাংশ অবৈধ বালি পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সফল হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। মন্ত্রী শুক্লবৈদ্য পাচারকারীদের কোনোভাবেই অবৈধভাবে বালি পাচার করতে দেওয়া হবে না বলে স্পষ্ট করে দেন এবং সঙ্গে বন বিভাগের প্রধানদের এক্ষেত্রে অধিক কঠোর হওয়ার নির্দেশও প্রদান করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.