Header Ads

কুয়াশার দাপট ও বায়ুদূষণেরও কবলে দিল্লিবাসী


নয়া ঠাহর প্রতিবেদন, নতুন দিল্লি, 22 ডিসেম্বরঃ হাড়কাঁপানো ঠান্ডায় দিল্লিবাসী জবুথবুরাজধানীর আকাশে ঘন কুয়াশার চাদর ছেয়ে পড়েছেপাল্লা দিয়ে পরিস্থিতি সঙ্গীন করে তুলছে বায়ুদূষণওরাজধানীর বাতাসের গুণগত মানের সূচক এখন 'বিপজ্জনক পরিস্থিতি'-র স্তরে। এবছর কুয়াশার দাপটের পাশাপাশি বায়ুদূষণেরও কবলে দিল্লিবাসী। শনিবার সকালের দিকে দৃশমানতা ৩০০ মিটারের চেয়েও কম ছিলদিল্লির পালাম এলাকায়কাছ থেকেও স্পষ্টভাবে কিছু দেখার মতো অবস্থা ছিল নাশনিবার সকালের দিকে লক্ষ্য করা গেছে,দিল্লির বিভিন্ন এলাকায় মানুষজন গাড়ির আলো জ্বেলেযাতায়াত করছেঘন কুয়াশার ফলে প্রায় ১০০টি ট্রেন দেরিতে চলছে বলে জানা গেছে। যদি বৃষ্টি হয় তাহলে রাজধানীতে শীত আরও বাড়ার ইঙ্গিত আবহাওয়া দফতরের। পাশাপাশি দূষণ বাড়ারও আশঙ্কা করা হয়েছে। কুয়াশার দাপট শুধু দিল্লিতেই নয়। দিল্লি-সহ উত্তরপ্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, পঞ্জাব, বিহার,অসম, মেঘালয় ও কলকাতার বিভিন্ন অঞ্চলেও কুয়াশার দাপট পরিলক্ষিত হয়েছে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.