Header Ads

ঘন কুয়াশায়ব্যাহত রেল ও বিমান পরিষেবা


নয়া ঠাহর প্রতিবেদন, নতুন দিল্লি, 22 ডিসেম্বরঃ ঘন কুয়াশারফলে দিল্লিতে ব্যাহতহয়ে পড়েছে রেল ও বিমান পরিষেবা। দিল্লিতে কুয়াশার জেরে দেরিতে চলছে অন্তত 100টি ট্রেন জানা গেছে, 800টিরও বেশি বিমান দেরিতে ওঠানামা করেছে বলে জানা গেছে। ফিরিয়ে দেওয়া হয়েছে 46টি বিমানকেদৃশ্যমানতা কম থাকার ফলে দিল্লিতে বিমান চলাচলে সমস্যার দেখা দিয়েছে বলে জানা গেছেরানওয়েতে ঘন কুয়াশার দাপটরানওয়েতে দৃশ্যমানতা কমে যাওয়ার বিপত্তি বেড়েছে। একই দুর্ভোগ কলকাতাতেও দেখা গিয়েছে সূত্রে জানা গেছে, কলকাতায় শনিবার একাধিক বিমান বাতিল করা হয়েছে। দুর্ভোগ বেড়েছে যাত্রীদের। আজ বিমান নং 6E 2489, কলকাতা থেকে দিল্লি এসটিডি - 08:306E 6154 কলকাতা থেকে জয়পুর এসটিডি -08:256E 854, কলকাতা থেকে দিল্লি এসটিডি -08:456E 202, কলকাতা থেকে আমেদাবাদ, এসটিডি - 12:506E 6156, কলকাতা থেকে লখনউ, এসটিডি -15:156E 6326, কলকাতা থেকে মায়ানমার, এসটিডি -16:25 সহ মোট ৬টি বিমান বাতিল করা হয়েছে। কুয়াশার দাপট বজায় রেখেছে রাজ্যের বিভিন্ন অংশে শনিবার সকাল থেকে কুয়াশার দাপট দেখা যায় দুই পরগনা, হাওড়া, হুগলি সহশহরের বেশ কয়েকটি অংশে


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.