Header Ads

সিএএ-র বিরুদ্ধে প্ৰতিবাদের জেরে ৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে অসম পৰ্যটন বিভাগের

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ নাগরিকত্ব সংশোধন আইন অৰ্থাৎ সিএএ-র বিরুদ্ধে গোটা অসমে যে হিংসাত্মক প্ৰতিবাদ হয়েছে তাতে রাজ্যের পৰ্যটন শিল্পে প্ৰচুর ক্ষতি হয়েছে। রাজ্য পৰ্যটন বিভাগের মতে গত কয়েকদিনে ৪০০ কোটি টাকার ক্ষতির সম্মুখিন হয়েছে বিভাগটি। 

ছবি, সৌঃ আন্তৰ্জাল
বিক্ষোভ এবং প্ৰতিবাদের জেরে উত্তরপূৰ্বাঞ্চল সহ অসমে বহু পৰ্যটক টিকিট বাতিল করেছেন। অসম টুরিজম ডেভেলপমেন্ট কৰ্পোরেশন-এর চেয়ারম্যান জয়ন্ত মল্ল বড়ুয়া সাংবাদ মাধ্যমকে জানান- নভেম্বর থেকে শুরু করে জানুয়ারি পৰ্যন্ত সবচেয়ে বেশি পৰ্যটকদের ভিড় হয়। গত বছর ৪,৫০৪ জন বিদেশী পৰ্যটক এসেছে। এছাড়া প্ৰায় ৪.২৫ লক্ষ দেশের ভিতরের পৰ্যটক অসম ভ্ৰমণ করে গেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.